নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

রঙের মেলা

১০ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৮

নীল পাব কোথায়? চল না আকাশে যাই
সেখানে সব নীল বলছে পালাই পালাই।
একটু সবুজ তুমি এনে দিবে ভাই?
দু'চোখ মেলে চাও জুম পাহাড়ের গায়।
কপালে লাল টিপ এঁকে দিব, পাব কই?
রক্তিম সূর্য হালে লালে লাল দেখ ওই।
স্বপ্নে দেখেছি প্রিয়ার হলুদ রঙা শাড়ি
হলদে পাখি নিয়ে চলে যাও সরিষা বাড়ি।
বেগুনি রঙের মেলা বসেছে বেগুন ক্ষেতে
বলেছি না বলা কথা পথে যেতে যেতে।
কমলা রঙ চেয়ে চিঠি দিয়েছে কমলা বানু
কমলা বনে চুরি করেছে চোরা কানু।
আসমানিরে বলেছি আকাশি রঙের কথা
বুক ভরা কথা নিয়ে সব রঙ মিলেছে যেথা।
সাদা মন খুঁজে পেলে পাবে সাদা রঙ
কাদা মেখে বাঁধা ঠেলে সাজ তুমি সঙ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৬

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

২| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: প্রাকৃতিক বর্ণ সন্ধ্যানের বর্ণনায় কবিতাটি বর্ণালী এক ফুটন্ত চিত্র। শব্দ চয়ন বাক্য গঠন এবং ছান্দের মিলন সত্যি প্রসংসনিয়। যাই হোক, কবিতাটি পড়ে ভালো লেগেছে। ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৯

নয়ন বিন বাহার বলেছেন: এত ভাল লাগবে ভাবি নি ভাই। যাক আপনার প্রশংসা শুনে সত্যি খুব ভাল লাগল।
অশেষ ধন্যবাদ।

৩| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: হাঃ হাঃ হাঃ বিনিয়াসহকলা নিয়ে ছবি আঁকা হল।
অনন্ত শুভেচ্ছা।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৯

নয়ন বিন বাহার বলেছেন: অশেষ ধন্যবাদ।

৪| ১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৫

সৈয়দ ইসলাম বলেছেন:
চমৎকার

১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩১

নয়ন বিন বাহার বলেছেন: অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.