নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

ভাবনা কাহারে বলে..

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৩

যদি কখনো ঘুমঘোরে
মনে হয়; আমার এ হৃদয়খানি
কোনদিন ছিল কাহারো;
আমার সে সময়টুকু-
অগোছালো কর্পোরেট ডেস্ক, আঙ্গুলের ডগায়
কীবোর্ডের হাসফাস অথবা ভাবুক সময়-
তখনো সারাটা মন জুড়িয়ে থাকত যে মুখ-
হঠাৎ উদাস হয়ে যদি মন তাকে পেতে চায়?
তখন-
স্মৃতির ভাগাড় খুঁজে যদি না পাই কোন কল্পনার রং?

তবে কি তাহার মান
হবে এতটুকু ম্লান ?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৪

মৌরি হক দোলা বলেছেন: সুন্দর কবিতা! ভালোলাগা রইল.....

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৮

নয়ন বিন বাহার বলেছেন: ভাল লাগায় আপ্লুত। ধন্যবাদ।

২| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৩

কানিজ রিনা বলেছেন: অসাধারন,

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৯

নয়ন বিন বাহার বলেছেন: অশেষ ধন্যবাদ।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৯

নয়ন বিন বাহার বলেছেন: সকল সুন্দরকে স্বাগত।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১০

ইমরান আল হাদী বলেছেন: ঘুমঘোর অচলায়তন ভেঙে যাবে এক দিন....

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১০

নয়ন বিন বাহার বলেছেন: হয়ত যাবে। কিংবা যাবে না। বিরহের সুখটাই অন্যরকম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.