নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:১২

১.

-তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। একবার এস না প্লিজ।
- আমি হয়তো তোমার কল্পনার মত নাও হতে পারি। তখন তুমি খুব কষ্ট পাবে। ভাল লাগার আবেশটা আরও কিছুদিন থাকুক। কি বল?
- আচ্ছা তুমি কি আমাকে ভালবাস? সত্যি করে বল।
- হ্যাঁ।
- এ পর্যন্ত তোমাকে কতটি মেয়ে বলেছে, আমি তোমাকে ভালবাসি। তুমি আমার জান।
- যতদূর মনে পড়ে এ পর্যন্ত হৃদয় থেকে একটি মেয়েই আমাকে বলেছে, ‘তুই আমার পৃথিবী, আমার চোখের আলো, তোকে হারালে আমার পৃথিবী হবে অন্ধকার।’ জান, ঐ মেয়ের স্থানে আমি এ পৃথিবীর কাউকেই বসাতে পারব না।
- তাহলে আমার স্থান কোথায়?
- যারা কাছে তারা কাছে থাক, তারাতো পারেনা জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছ, আমার হৃদয় খানিতে।
- তুমি একটা রহস্য, কুহেলিকা।
- ঐ মেয়ে আমাকে কি নামে ডাকত জান?
- কি নামে আবার, জান, পরান...
- হা হা হা বলতে পারলে না।
- তাহলে তুমি বল।
- হ্যাঁ বলব। তবে এখন না অন্য একদিন। আজকের মত বিদায়।

২.

চৈত্রের ভর দুপুরে মধু চাদর গায়ে দিয়ে ঘুরছে।
- এই মধু তুই চৈত্রের এই কাঠফাটা রোদের মধ্যে কম্বল গায়ে দিয়ে মহড়া দিচ্ছিস যে?
- আমার মন খারাপ।
- মন খারাপ! তা না হয় বুঝলাম। কিন্তু মন খারাপের সাথেতো এই গরমে চাদর গায়ে দিয়ে হাঁটার কোন সম্পর্ক আছে বলে মনে হয় না।
- আছে, সম্পর্ক আছে। এতে আপা দুলাভাইয়ের মধ্যে সম্পর্কের মত সম্পর্ক আছে। কঠিন সম্পর্ক।
- আবোল-তাবোল বকিস না। ঘটনা কি খোলাসা কর। জলদি।
- আবোল-তাবোল নাতো। মন খারাপ থাকলে আমার শীত লাগে। তাই। আপনারতো কখনো মন খারাপ হয় না। তাই আপনি বুঝবেন না।
- ইন্টারেস্টিং তো! মন খারাপের সাথে শীত বা গরমের অনুভূতি। ভাবা যাক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৪১

আপেক্ষিক মানুষ বলেছেন: প্রথম কথোপকথনটা বুঝতে পেরেছি কিন্তু দ্বিতীয়টা বুঝলাম না!
.
প্রথমটায়, হয়তো তোমার কল্পনার মত নাও হতে পারি। তখন তুমি খুব কষ্ট পাবে। ভাল লাগার আবেশটা আরও কিছুদিন থাকুক। কি বল?, কথাটা একদম খাঁটি। আসলে জীবনের দর্শনটাই এমন।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৫১

নয়ন বিন বাহার বলেছেন: ২য় টায়।
মন খারাপের সাথে শীত বা গরমের অনুভূতি।
ধন্যবাদ আপেক্ষিক মানুষ।

২| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: আপনার তো অনেক আবেগ থাকা ভালো।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:০৬

নয়ন বিন বাহার বলেছেন: আমার অনেক আবেগ?
নাকি
আবেগ থাকা ভাল?

যাই হোক রাজীব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ভালবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.