নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
ইচ্ছা করেই তোমাকে ভালবাসিনি।
ভালবাসার প্রতিটি উপলক্ষে
এড়িয়ে গেছি তোমার ভালবাসা।
দেখেও দেখিনি, শুনেও শুনিনি
আদেক দেখা রুপটি তোমার
না বলা চঞ্চল কথকতা।।
ইচ্ছা করেই ঘৃনা করেছি তোমাকে।
দেখেছি তোমার কদর্যতাকে।
যতসব কুটিল আর কালো তোমার
মানস মন্দিরে গড়েছে শত মূর্তি।
আমি সে সব বিগ্রহের গলায়
সযতনে দিয়েছি ঘৃনার অঞ্জলি।
ইচ্ছা করেই তোমাকে খুঁজিনি।
তোমাকে পেতাম যে সব ভাবনায়,
সে সব কখনো ভাবিনি। ইচ্ছা করেই
ভাবিনি। সযতনে ছিঁড়ে ফেলেছি
ভাবনার চিরকূট। যেখানে ছিল
তোমার ঠিকানা।
আমি জেনে গেছিলাম; তোমাকে
ভালবাসলে আমাকে পস্তাতে হবে।
তুমি বর্ণান্ধের মত বুঝনা ভালবাসার
রং। তাই তোমাকে ঘৃনা করা ছাড়া
আর কিছুই করার ছিল না আমার।
পাইনি তোমাকে আমার মত করে।
তাই তোমাকে খুুঁজিনি আর। চাইনি
তোমার ঠিকানা। আমি হয়ে গেছি
স্বার্থপর। আমার এ স্বার্থপরতা আমায়
দিয়েছে এক ঐন্দ্রজালিক মাদকতা।
১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৫
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ। রাজীব ভাই।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: শব্দ চয়নে আরও সচেতন হতে হবে।