নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

সরলোক্তি। কিস্তি - এক

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪১

আমার ফেসবুক ওয়ালে নিয়মিত বিরতিতে কিছু সরলোক্তি প্রকাশ করি। যা এখানে কিস্তি আকারে দেয়ার প্রচেষ্টা পেলাম.....

০১.
যে জীবনে কোনদিন বইয়ের স্বাদ আস্বাদন করেনি তার সাথে বন্ধুত্বের অর্থ হল:
জীবনের কোন না কোন সময়ে চরম বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকা।

০২.
ছেলেটা যেদিন বুঝতে পারল মায়ের কাছে তার অনেক ঋণ; সেদিন সে নিজেকে দেউলিয়া ঘোষনা দিল।

০৩.
একটা পাপী শাস্তি পায় শুধুমাত্র আরেকটা পাপীর কাছ থেকে। ভাল মানুষের দ্বারা অনিষ্টের সম্ভাবনা খুবই কম।

০৪.
অর্থ বৃদ্ধির সাথে সাথে সম্মান বৃদ্ধি না ও হতে পারে। অন্যদিকে, শিক্ষার সাথে সম্মান সমানুপাতিক হারে বাড়ে।

০৫.
সম্মান জিনিসটা কি শুধু পাওয়ার? সম্ভবত এখানেই আমরা ভুলটা করি। সম্মান আসলে দেওয়ারও বিষয় ; শুধু পাওয়ার নয়। আমরা দেয়ার চিন্তা না করে শুধু পাওয়ার চিন্তায় মশগুল!

০৬.
আর সব বিক্রি করে কিনেছিলাম কাঠি লজেন্স। কাঠির ডগায় আর লজেন্স নেই। এখন আমি সবাইকে কাঠি করে বেড়াই।

০৭.
মনুষ্যত্ব বেচে দিয়ে ভেবেছি মানুষ হয়েছি।

০৮.
মানুষের ক্ষমতা অসীম। যে জানে না সে প্রয়োগ করে; যে জানে সে উপভোগ করে।

০৯.
শরীর, মন কলঙ্কিত হোক; তাতে কিছু যায় আসে না। শুধু নাম টি থাকুক অকলঙ্কিত।

১০.
বৃষ্টিতে কাদার আশঙ্কা না করে রংধনুর আশা করুন। দেখবেন বৃষ্টিটা উপভোগ্য হয়ে গ্যাছে।

#



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: বাহ বাহ বাহ !!!!

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৭

নয়ন বিন বাহার বলেছেন: মারহাবা! মারহাবা!! মারহাবা!!!

২| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর!

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৮

নয়ন বিন বাহার বলেছেন: সকল সুন্দরের জন্য শুভকামনা।

৩| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫

আখেনাটেন বলেছেন: বৃষ্টিতে কাদার আশঙ্কা না করে রংধনুর আশা করুন। দেখবেন বৃষ্টিটা উপভোগ্য হয়ে গ্যাছে। --দারুন বলেছেন।

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯

নয়ন বিন বাহার বলেছেন: আশা করতেতো দোষ নেই।
তাই শান্তি........

৪| ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

করুণাধারা বলেছেন: এক থেকে দশ- সবই ভালো লাগলো। লাইক।

০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

নয়ন বিন বাহার বলেছেন: অশেষ ধন্যবাদ। অশেষ ভাললাগা।

৫| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

রসায়ন বলেছেন: স্ট্যাটাস সংকলন করেন।

০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৯:৪৪

নয়ন বিন বাহার বলেছেন: ইচ্ছা আছে।
তবে, মানুষ পড়বে কিনা তাই ভাবছি। সবার যদি ভাল না লাগে?
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.