নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

আপনি নিজে যা ভাবেন আপনি তাই; নিজেকে যা ভাবেন তা নন।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

আপনার সাথে কি এমন কখনো হয়েছে, ধরুন, আপনি আজ মনে মনে প্ল্যান করলেন লাইব্রেরীতে গিয়ে বই আনবেন। সে মতে ঘর থেকে বের হলেন। কিন্তু পথ ভুল করে লাইব্রেরীতে না গিয়ে সিনেমা হলে চলে গেলেন?

মনে মনে হয়তো আমাকে পাগল বলছেন। লোকটা পাগল নাকি? এরকম কখনো হয়?
আমিও আপনার সাথে সম্পূর্ণ একমত। আমি এটাই বোঝাতে চেয়েছি যে এরকম হবার নয়।

অর্থাৎ ঢাকা যাওয়ার জন্য তৈরী হয়ে কখনো সিলেট চলে যাচ্ছি না।
কেন হচ্ছে না এসব উদ্ভট ঘটনা?
কারন আমরা আমাদের চিন্তাশক্তি অনুযায়ী তা বাস্তবায়ন করার ক্ষমতা রাখি।

এক সময়কার রোম সাম্রাজ্যের শাষক বিখ্যাত দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছেন, ‘আমাদের চিন্তার মধ্যেই আছে আমাদের জীবন।’
তাহলে কি আমরা বলতে পারি - আমরা জীবনে তাই পেয়েছি যা আমরা ভেবেছি? যা কিছু আমরা ভাবিনি, যা কিছু আমরা চাইনি তা কি করে আমাদের হবে? তা কি করে আমরা পাব?

আমাদের আজকের অবস্থান হল তাই যা আমরা ভেবেছি। এমারসন বলেছেন,‘একজন মানুষ সারাদিন যা চিন্তা করে সে হল তাই।’
এবার ভেবে দেখুন আপনি কি। আপনার অবস্থান কোথায়। আপনি গত দশ বছর আগে নিজেকে কোথায় দেখতে চেয়েছেন, এখন কোথায় আছেন? কতটুকু অর্জন হয়েছে, কতটুকু হয়নি? কি ভেবেছেন, কি পেয়েছেন? আগামী দশ বছরে নিজেকে কোথায় নিতে চান? তা কি ভেবেছেন? কিভাবে কি করবেন? তা কি প্ল্যান করেছেন?

এখানে অনেকে বলতে পারেন, আমি নিজেকে এই ভেবেছি, সেই ভেবেছি ইত্যাদি কিন্তু কিছুই হয়নি।

একটু দাঁড়ান!

আপনার এ প্রশ্নের উত্তর দিয়েছেন নর্মান ভীনসেন্ট পীল। তিনি বলেছেন,‘আপনি নিজেকে যা ভাবেন আপনি তা নন, আপনি নিজে যা ভাবেন আপনি তাই।’

তো আপনি নিজে কি ভেবেছেন আর নিজেকে কি ভাবছেন? পার্থক্যটা নিশ্চয় এতক্ষনে ধরতে পেরেছেন।

আসলে অন্য একজন মানুষের সাথে এটাই আমাদের পার্থক্য।

চিন্তাশক্তির পার্থক্যই মানুষের সত্যিকারের পরিচয় বহন করে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


এ কি বলেছে, ঐ লোক কি বলেছে, সেটা রাখেন; আপনার অভিজ্ঞতা কি বলছে, সেটা বলুন।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৮

নয়ন বিন বাহার বলেছেন: নিজের অভিজ্ঞতার আলোকে এ বিষয়ে ভাবতে গিয়েই ঐ লোকগুলোর কথাগুলো পেলাম। চেষ্টা করব নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
ধন্যবাদ জনাব ।
ভালবাসা নিবেন।

২| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২০

রাকু হাসান বলেছেন: মানুষ তার চিন্তার ফসল ।অাজ যা আমাদের ব্রেইনে খেলা করছে আগামি দিনেই তা বাস্তব রুপে দেখা দিতে । মনোবিজ্ঞানীরা তাই বলেন

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০

নয়ন বিন বাহার বলেছেন: মানুষ তার চিন্তার সমান বড়।
মানুষ তাই করতে পেরেছে যা সে ভাবতে পেরেছে। ভাবনার প্রাথমিক পর্যায়ে তা যত অসম্ভবই মনে হোক না কেন।

৩| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: বাস্তব বড় কঠিন ভাই। বইয়ের কথা দিয়ে জীবন চলে না।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪

নয়ন বিন বাহার বলেছেন: তবুও দিন শেষে বইয়ের কাছে আশ্রয় খুঁজি।

৪| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮

সিগন্যাস বলেছেন: আহা আমি তো নিজেকে পৃথিবীশ্রেষ্ঠ সিরিয়াল খিলার ভাবি।আপনার কথা সত্যি হলে....

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:১৪

নয়ন বিন বাহার বলেছেন: তার পরেরটাতো পোস্টেই বলা আছে.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.