নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

সরলোক্তি। কিস্তি - দুই

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

আমার ফেসবুক ওয়ালে নিয়মিত বিরতিতে কিছু সরলোক্তি প্রকাশ করি। যা এখানে কিস্তি আকারে দেয়ার প্রচেষ্টা পেলাম.....

১১.
প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধানটুকুই সুখ অথবা দুঃখ।

১২.
অক্ষমের স্বাধীনতা অধ:পতনের নামান্তর।

১৩.
বিশ্বাসের উপর আছে আমার অগাধ বিশ্বাস। বিশ্বাসে বিশ্বাসে বৃত্ত পূরণ করে চরম অবিশ্বাস।

১৪.
একদিন সব ঠিক হয়ে যাবে’ এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা।

১৫.
সময়কে আজ আঁকড়ে আছে চরম অবিশ্বাস; চারদিকে রোজ বিশ্বাসের উঠছে নাভিশ্বাস।

১৬.
অবাধ্যকে বাধ্য বানিয়ে বশ করাটাই প্রকৃত বীরত্ব। অবাধ্য বলে এড়িয়ে চলার মাঝে কোন কৃতিত্ব নেই।

১৭.
পৃথিবীর সবাইকে বোকা বানানো গেলেও নিজেকে বোকা বানানো আশ্চার্য রকমের কঠিন।

১৮.
নিজের ক্ষুদ্রতাকে অনুধাবন করতে পারলে বিশালত্বের সন্ধান সহজতর হয়।

১৯.
চুপচাপ বন্ধুর চেয়ে ঝগড়াটে বন্ধু উত্তম।

২০.
হিংস্রতায় মানুষকে ছাড়াতে পারে এমন সৃষ্টি দুনিয়াতে নাই।
#

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৪

তারেক ফাহিম বলেছেন: সরল কিন্তু মানতে কঠিন।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৬

নয়ন বিন বাহার বলেছেন: নিরন্তর চর্চার মাধ্যমে হয়তো সম্ভব।

২| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭

নয়ন বিন বাহার বলেছেন: সুন্দরের পূজারী রাজীব নুর
সকল অসুন্দর কর ভাঙচুর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.