নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

সরলোক্তি। কিস্তি - তিন

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭

আমার ফেসবুক ওয়ালে নিয়মিত বিরতিতে কিছু সরলোক্তি প্রকাশ করি। যা এখানে কিস্তি আকারে দেয়ার প্রচেষ্টা পেলাম....

২১.
একদিন মানুষ হব, এই স্বপ্নটাই যদি মানুষ দেখত।

২২.
মানুষের সবচেয়ে প্রিয় মুখটা থাকে আয়নার ওপাশে।

২৩.
আচার-আচরনের কাছে সৌন্দর্য ম্লান হয়ে যায়।

২৪.
প্রকাশের সীমাবদ্ধতা থেকে অশ্লীলতার শুরু।

২৫.
আমি সুখী, কারন-আমার সাথে কেউ দুর্ব্যবহার করলে আমি দ্রুত ভুলে যাই।
আমি দুঃখী, কারন-আমি কারও সাথে দুর্ব্যবহার করলে ভুলতে পারি না।

২৬.
কষ্ট মানুষের জীবনিশক্তিকে উজ্জীবিত করে; দু:খ মানুষের জীবনিশক্তিকে বিনষ্ট করে।

২৭.
মানুষ শৃঙ্খলা পছন্দ করে কিন্তু বিশৃঙ্খলা করতে ভালবাসে।

২৮.
আশা করতে দোষ নেই; আশা ধরে বসে থাকায় দোষ।

২৯.
আপনার বন্ধুর সামর্থ্য বিশেষ করে বুদ্ধিমত্তা সম্পর্কে পরিপূর্ণ ধারনা রাখুন।

৩০.
বাঙগালীর সবচেয়ে মুখরোচক আলোচনা হলঃ রাজনীতির আলোচনা।
#

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.