নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
কবিকে প্রথম দেখা যেতে পারে ধানসিঁড়ি নদীর তীরে। তিনি তখন মানুষ রুপে নাও থাকতে পারেন। শঙ্খচিল অথবা শালিকের বেশে তিনি আসতে পারেন।
বাংলার নবান্নের মাসে ভোরবেলা হয়তো যে কাকটি প্রথম ডেকে উঠবে তার মধ্যেই হয়তো কবি প্রকাশ পেতে পারেন। কুয়াশা কেটে কেটে আম কাঁঠালের ছায়ায়, পায়ে কিশোরীর লাল ঘুঙুর নিয়ে হাস হয়ে কলমীর গন্ধভরা জলে সারাদিন ভেসে থাকতে পারেন।
এই বাংলার নদী, মাঠ, ক্ষেত, জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলার সবুজ করুন ডাঙায় বসে তিনি কিছুটা সময় হাওয়া খেতে পারেন।
এসব জায়গায় যদি কবিকে না দেখতে পান, তবে-
সন্ধ্যার বাতাসে যদি কোন সুদর্শন উড়তে থাকে, কখনো যদি শুনতে পান শিমুলের ডালে বসে কোন এক লক্ষীপেঁচা ডাকছে, কোন এক শিশু উঠানের ঘাসে যদি খৈ এর ধান ছড়াতে থাকে-
অথবা,
রুপসার ঘোলা জলে কিশোর সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বেয়ে, অন্ধকারে রাঙা মেঘ সাঁতরায়ে সাঁতরায়ে নীড়ে ফেরে ধবল বকের সারি।
এদের ভীড়ে কোন এক কোনে কবি জীবনানন্দ দাশ ফিরে আসতে পারেন।
০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৮
নয়ন বিন বাহার বলেছেন: তবুও.....
২| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ২:২১
ভ্রমরের ডানা বলেছেন:
জীবনানন্দ একটি বিশেষ্য আবার বিশেষণ!
০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬
নয়ন বিন বাহার বলেছেন: বিশেষণ হিসেবে ভাবতেই ভাল লাগে।
৩| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: খুব কষ্টের জীবন তার।
তার জীবনী পড়ুন।
০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩২
নয়ন বিন বাহার বলেছেন: বর্তমান সময়ের মূল্যায়নের সামান্যটুকু অংশ যদি তিনি তখন পেতেন।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১:২২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ঊনি পুর্ণজন্মে বিশ্বাসী একজন মানুষ - উনি ফিরে আসলেও তা জীবনানন্দ হয়ে হয়তো ফিরবে না;