নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

আপনার নিজের স্বার্থেই চারপাশের মানুষকে ভাল থাকতে সাহায্য করুন

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৭

আমি যে পাড়ায় থাকি তা আমার খুবই পছন্দের জায়গা। কিন্তু কয়েকটি ঘটনায় ভাল লাগাটা আতঙ্কে রুপ নিয়েছে।

ঘটনা হল চৌর্যবৃত্তি।

পাড়ার কয়েকটা ছোকরা ছেলে এগুলো শুরু করেছে। এরা স্কুলে যায় না। বাব-মায়ের বা অন্য কারও শাসন মানে না।
জীবন অতিষ্ঠ। আজ এর মোবাইল গেছে তো কাল ওর ল্যাপটপ নাই।

ছোকরা চোরকে ধরে আচ্ছা করে ধোলাই করা হল। জেলে দেয়া হল। কিছুতেই কিছু হল না।
সবাই উপলব্দি করল, যদি এই ছোকরা চোরটি না থাকত তবে কতই না ভাল হত।
এখন ভাল লাগে না। কারন আমার প্রতিবেশি ভাল না।

আমার প্রতিবেশির মধ্যে একজন চোর। যার প্রতিবেশি একজন চোর তার অশান্তির শেষ কোথায়?
সবাই চোরকে ভাল হওয়ার জন্য বলে। চোর থেকে বাঁচার উপায় খোঁজে।

কিন্তু চোর যেন তৈরী হতে না পারে তার ব্যবস্থা করার চিন্তা কেউ করে না। সমাজে যেন একজন বিপথে না যেতে পারে তার উপায় নিয়ে কেউ কাজ করে না।

শুধু চোর হয়ে গেলেই তাকে নিয়ে সবাই উঠে পড়ে লাগে।

তাই নিজের স্বার্থেই আপনার প্রতিবেশিকে ভাল রাখুন। তাকে সঠিক গাইড লাইন দিন। ভাল পথ চিনতে সাহায্য করুন।

মনে রাখবেন, আপনি আপনার প্রতিবেশি পরিবর্তন করতে পারবেন না।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনি এতকিছু জানার পরও, আপনার প্রতিবেশী ভালো নন, কিছু ছেলে চুরি করে?

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

নয়ন বিন বাহার বলেছেন: মি. চাঁদগাজী!
আপনার প্রশ্নটি হয় নি।
আপনি প্রশ্ন করতে পারতেন, ‘এখন আপনার পাড়ার কি অবস্থা? চুরি কি এখনো চলছে? চুরি বন্ধে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে? এসব’
তা না করে মূর্খের মত আক্রমন করলেন।
পোষ্টটি আবার পড়ুন।
যথাযত প্রশ্ন করুন।
দারুন উত্তর অপেক্ষা করছে।
আমাদের পরের কাজের ফলাফল সবাইকে চমৎকৃত করবে। যা পোষ্টে আসেনি।
ধন্যবাদ আপনাকে।

২| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


পোষ্টে যা আসেনি, সেটাই আপনার/আপনাদের সফলতার কাহিনী, এই তো? ইডিওটিক পোষ্ট, পোষ্টে যা নেই, সেটা আমাকে নিজের থেকে বুঝতে হবে!

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪

নয়ন বিন বাহার বলেছেন: মি. চাঁদগাজী!
উত্তেজিত হবেন না। শান্ত হোন।
আপনার প্রতি আমার ভালবাসা আছে।

পোষ্টে যা নেই তা না জেনেই আপনি ব্যক্তি আক্রমণটা করে বসেছেন। আপনাকে আমি কিছু বুঝতে বলিনি।
আপনার প্রশ্নের ধরনটা নিয়ে আপত্তি করেছি।
এটা একটা ইডিওটিক পোষ্ট হতেই পারে।
সে ক্ষেত্রে আপনার দায়িত্ব ছিল কিভাবে গ্রহণযোগ্য পোষ্ট হতে পারে তার দিক নির্দেশনা দেয়া।

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩২

স্রাঞ্জি সে বলেছেন:

হুম। নিজে ঠিক থাকলে সব ঠিক।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬

নয়ন বিন বাহার বলেছেন: সবক্ষেত্রে এই লজিক কাজ করে না। নিজের পাশাপাশি অন্যরাও ঠিক থাকতে হয়। তবেই সব ঠিক থাকে।

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


তা'হলে পোষ্ট সম্পুর্ণ করেন, আপনাদের সফলতা পোষ্টে থাকার দরকার ছিলো।

৫| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: সব এলাকার একই অবস্থা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

নয়ন বিন বাহার বলেছেন: দিন দিন আরও ভয়াবহ হচ্ছে.......

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

আতোয়ার রহমান বাংলা বলেছেন: আপনি আপনার প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না ......
অনেক ভালো লাগলো
ধন্যবাদ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

নয়ন বিন বাহার বলেছেন: ভালবাসা.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.