নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

হ্যাঁ-বোধক!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

অনেক কথা বলার আছে।
অনেক কথা ভাবার আছে।
অনেক স্বপ্ন দেখার আছে।
অনেক পথে যাবার আছে।

অনেক মানুষ দেখার আছে।
অনেক ভাল করার আছে।
অনেক কিছু পাওয়ার আছে।
অনেক কিছু দেওয়ার আছে।

আরও অনেক ফুল ফুটেছে
সুবাস ছড়ায় মন লুটেছে।
অনেক মনে সুর পেয়েছে।
অনেক সুরে তাল কেটেছে।

অনেক পথে যাইনি আমি।
অনেক গান গাইনি আমি।
অনেক ভাল বাসতে তুমি
অনেক স্বপ্নে কপোল চুমি।

অনেক কিছুর ভীড়ে, অনেক
হারিয়ে গেছে, পাইনি বারেক।
অনেক কথা হাজার জনেক
দিছে আমায়, দেয়নি মন এক।

যদি চাও আরও অনেক
দিতে পারি শত খানেক।
শুধরে নিতাম ভুল হরেক
পেতাম যদি জীবন চারেক।

অনেক আশায় অনেক জিবন
ভাসে ভেলায়, দখিন পবন।
অনেক অনেক ভালবাসা
অনেক অনেক মন্দ বাসা!

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

সনেট কবি বলেছেন: সুন্দর

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

নয়ন বিন বাহার বলেছেন: সুন্দর!
ধন্যবাদ সনেট কবি।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

বাকপ্রবাস বলেছেন: সুন্দর। তবে ভাবনার ধারাবাহিকতা গুটিয়ে আনা হয়নি। অনেক কিছু বলার পর যদি একটা উপসংহারে আনা যেত তাহলে আরো ভাল লাগত।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ, বাকপ্রবাস ভাই।
এই খুঁতখুঁতানিটা বরাবরই ছিল।
তবে এক ঝটিকা প্রশ্নের উত্তরে এটা লিখা। তাই খুব গোছানোর সময় পাইনি।
চেষ্টা করব গুছিয়ে আনার।
আবারও ধন্যবাদ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

আরোগ্য বলেছেন: অনেক কিছু লিখার আছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

নয়ন বিন বাহার বলেছেন: লিখে ফেলেন।
পড়ে আরোগ্য লাভ করি... হা হা হা
:D :D

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

বাকপ্রবাস বলেছেন: আমি অন্যে লেকায় খুব সমালোচনা করি, তার মানে এই নয়যে আমি ভাল কিছু লিখি, তবে সমালোচনা করি এই জন্য যে, আমার লেখায় সমালোচনা থাকার ফরে আমার লেখার মানও একটু বেড়েছে। তায় অন্যের লেখায় আমি অনাবশ্যক উৎসাহ কম দিই, পারলে খুটিনাটি হিন্টস দিয়ে সমালোচনা করি, আপনি পজিটিভলি মন্তব্যটা নিয়েছেন তার জন্য খুবই ধন্যবাদ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

নয়ন বিন বাহার বলেছেন: আপনার আত্মপক্ষ সমর্থন থেকে বুঝলাম, নিকটি ঠিকই নিয়েছেন।
যাই হোক এই গুন সবার খুব কম থাকে।
আপনার চিন্তা চেতনা খুবই সুন্দর। ভাল লাগল।
এভাবেই পাশে থাকবেন।
উষ্ণ ভালবাসা।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

বিজন রয় বলেছেন: আপনাকে এতদিন আমি নয়ন বিন নাহার জেনে এসেছি। কি ভুল করেছি!! আজ ভুল ভাঙল।

আপনিও দেখি ছন্দের জাদুকর।

ভাল সংবাদ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

নয়ন বিন বাহার বলেছেন: হা হা হা...
ভাই আপনারা বড় মানুষ। ছোটদের দিকে নজর দেয়ার সময় কই?
হা হা হা মজা করলাম ভাই।
খুব ভাল থাকবেন।
ভালবাসা।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

বিজন রয় বলেছেন: জীবন বানানটি ঠিক করে দিন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

নয়ন বিন বাহার বলেছেন: অশেষ ধন্যবাদ।
ঠিক করলাম।
ভালবাসা অবিরাম!

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

এস এম ইসমাঈল বলেছেন: অনেক কিছু চাওয়ার ছিল
অনেক কিছু খাওয়ার ছিল
অনেক ভালবাসার ছিল
অনেক দূরে যাওয়ার ছিল
অনেক কাছে আসার ছিল
অনেক ভুল ধরার ছিল
অনেক কিছু জানার ছিল
এসব কথা ভুলে গেলে তো আর চলবে না,ওহে কবি।
লেখা ভাল হয়েছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

নয়ন বিন বাহার বলেছেন: ওয়াও........

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: মোটামোটি।
আরও ভালো লিখতে হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

নয়ন বিন বাহার বলেছেন: জানি না আরও ভাল হবে কি না?
তবে আশা করছি......

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

এস এম ইসমাঈল বলেছেন:
দেখুন তো একবার চেষটা করে, পারেন কি না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.