নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

বন্ধু! আমার শহরে তোমার নিমন্ত্রণ

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৫

বন্ধু!
আমার শহরে তোমার নিমন্ত্রণ।

ঠিকানাটা দিয়েছি ঝরা পাতায় লিখে,
চলে এসো সকালে সোনালী রোদ মেখে।

আমার শহরে আছে ধানক্ষেত,
আল পথে দাঁড়ালে উড়ে যাবে খেদ!

দখিনের সবটুকু বাতাস এসে
দিয়ে যাবে সব রং আকাশ হেসে।

তালপথে রাখালেরা রাখালিয়া সুরে
পশুপাল নিয়ে যায় ঘাসের চরে।

আমার শহরে আছে পৌষের ভোর
ধোঁয়া উঠা পায়েস আর খেজুরের গুড়।

ভোরে মেলে চোখ রবির আলো
কুয়াশায় স্নান করে সবটুকু ভালো।

আমার শহরে বসে দাদুর আসর
সন্ধায় জমে রোজ চান্নি পসর।

জোসনার চাদর গায়ে শুয়ে থাকে মাঠ
একলা চাঁদের বাড়ী আকাশ বিরাট!

আমার শহরে আছে কাঁচা পথে কাদা
পিছলিয়ে পড়ে ফের হাসে বুড়ো দাদা।

এ আমার শহর বন্ধু! তুমি ভাব গাঁ?
মায়ের মত মন পেয়েছি; শীতল করে গা।

পাখিরা গায় গান হলে প্রয়োজন
বন্ধু!
আমার শহরে তোমার নিমন্ত্রণ।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭

বিভীষন বলেছেন: গ্রগন করিলাম নিমন্ত্রন
লিখেছেন কিন্তু অসাধারণ .।।।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

নয়ন বিন বাহার বলেছেন: আমার শহরে স্বাগতম হে বন্ধু!

২| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০

প্রথমকথা বলেছেন: বন্ধু! আমার শহরে তোমার নিমন্ত্রণ।

নিমন্ত্রণ পেলাম। সময় করে আসবো। খুব সুন্দর কবিতা।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১

নয়ন বিন বাহার বলেছেন: খেজুর গুড়ের পিঠা খাওয়াবো। আইসেন কিন্তু.......

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৩

সাগর শরীফ বলেছেন: সুন্দর ++

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১

নয়ন বিন বাহার বলেছেন: সকল সুন্দরের জন্য স্বাগত

৪| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮

সাইন বোর্ড বলেছেন: এত কিছু পেলে, মন তো যেতে চাবেই অাপনার শহরে...

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

নয়ন বিন বাহার বলেছেন: সত্যি মন ভরে যাবে। আমার শহরের কোলাহল আপনাকে দেবে প্রশান্তি.......

৫| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৩

নয়ন বিন বাহার বলেছেন: অনুপ্রেরণা পেলাম, হে কবি......

৬| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩

মিথী_মারজান বলেছেন: বাহ্!
কি সুন্দর শহর আপনার!
আপনি কি যশোর বা ফরিদপুরের কথা এভাবে লিখেছেন?
খেজুরের গুড়ের কথাটা উল্লেখ দেখে কেন যেন এমন মনেহলো।
আর কবিতা পড়ে 'তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়' - এই সুন্দর কবিতাটিও মনে পড়ে গেল।
ভালো লাগলো।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৭

নয়ন বিন বাহার বলেছেন: আমার শহর সত্যি অনেক সুন্দর!
আমার কল্পলোকের শহরের বাহ্যিক অবস্থান মূলত নোয়াখালীর হাতিয়া দ্বীপ। সেখানে শীতের দিনে খেজুর গাছের সরেস গুড় পাওয়া যায়। নিরেট শান্ত সে সব গ্রাম। ঠিক কল্পনার মত।
পল্লীকবির এ কবিতাটা আমার অনেক প্রিয়।
আমার মন খারাপ হলে এ কবিতা পড়ি। অনেক প্রশান্তি.......
নিরন্তর ভাল থাকবেন.........

৭| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭

বিজন রয় বলেছেন: আপনার শহর কি আপানর গ্রাম?

কবিতা তো গ্রামের।

++++

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪০

নয়ন বিন বাহার বলেছেন: সবাই গ্রাম মনে করে। আমি মনে করি এ আমার শহর। শহর আমাকে যা দিতে পারে গ্রাম দিতে পারে তার পূর্ণতা। আমার বন্ধু গ্রাম ভালবাসে না। তাই তাকে বললাম, তুমি গ্রাম ভাবলেও এটা আসলে আমার শহর।
ধন্যবাদ বিজন রয়।
ভালবাসা অশেষ।

৮| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সাদা মনের মানুষ বলেছেন: দারুণ লিখেছেন ভাই, আপনার শহরে যেতে ইচ্ছে করছে খুব।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১

নয়ন বিন বাহার বলেছেন: চলে আসুন..
ঝরা পাতায় ঠিকানা দেয়া আছে। হা হা হা........

৯| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

সাদা মনের মানুষ বলেছেন:

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৩

নয়ন বিন বাহার বলেছেন: ওয়াও......
মুগ্ধতা।
আমার প্রিয় পানীয়। চা। রং চা, সবুজ চা।
খেজুর গুড়ের পিঠা খাওয়াবো, চলে আসুন আমার শহরে......

১০| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

অব্যক্ত কাব্য বলেছেন: কবিতা, সুন্দর হয়েছে

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৩

নয়ন বিন বাহার বলেছেন: সকল সুন্দরকে স্বাগত.....
ভাল থাকবেন নিরন্তর....

১১| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

ওমেরা বলেছেন: অতিশয় সুন্দর একটা গ্রামের বর্ণনা দিয়ে বলছেন শহর!
শহরে তো মানুষের কোলাহল আর গাড়ীর জ্যাম ।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৪

নয়ন বিন বাহার বলেছেন: ঠিক তাই........
সব শহরে মানুষের কোলাহল আর গাড়ীর জ্যাম থাকে না।
কিছু কিছু শহর এমনও হয়।
আমার শহর!

১২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: ঠিক আছে আপনার শহরে আসছি।
কি খাওয়াবেন?

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৩

নয়ন বিন বাহার বলেছেন: চলে আসুন, জমিয়ে আড্ডা দেয়া যাবে.......
আপনাকে খাওয়াবো.....
সামুদ্রিক মাছ,
পায়েশ, চিতই পিঠা সাথে মাংস অথবা নারিকেল এবং খেজুর মিঠাই, পাক্কন পিঠা(ঐতিহ্য), কই মাছের ভর্তা। টাকি মাছ ভুনা। মহিষের দই আরও অনেক কিছু।
আসুন,,,

১৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪

মোছাব্বিরুল হক বলেছেন: এমন শহর পেলে যেতে কোন আপত্তি থাকার কথা নয়। এখনি চলে আসতে খুব ইচ্ছে করছে।
খুব ভালো লাগল কবিতা।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৪

নয়ন বিন বাহার বলেছেন: সত্যিই আপত্তি থাকার কথা নয়।
চলে আসুন, রাজীব ভাই সহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.