নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

সরলোক্তি। কিস্তি - চার

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৩

আমার ফেসবুক ওয়ালে নিয়মিত বিরতিতে কিছু সরলোক্তি প্রকাশ করি। যা এখানে কিস্তি আকারে দেয়ার প্রচেষ্টা পেলাম...

৩১।
যু্ক্তিতে বাঙগালীকে হারাবে, সাধ্য কার!

৩২।
পড়ালেখা হল ধনীর প্যাশন আর গরীবের প্রফেশন।

৩৩।
চিন্তা-ভাবনার বিষয়ের উপর ভাল থাকা না থাকা নির্ভর করে।

৩৪।
সফলতা একটা সংস্কৃতি।সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে একে সংস্কৃতির অন্তর্ভুক্ত করা উচিত।

৩৫।
অভিমান জমতে জমতে যখন অভিমানের পাহাড় তৈরী হয় তখন সে পাহাড়ের গায়ে প্রচুর ডালপালা সমেত নানান উদ্ভিদ জন্মায়।

৩৬।
আপনার মুখের কথা আর মনের কথার সেতুবন্ধন করতে পারে যে জন সেই মনের মানুষ।

৩৭।
পরাধীনতা মানুষ জন্মসূত্রেই অধিকার করে আর পশুরা জন্মসূত্রেই অধিকার করে স্বাধীনতা।

৩৮।
পরাধীনতা মানুষকে করেছে সভ্য আর স্বাধীনতা মানুষকে করেছে বর্বর।

৩৯।
রাজনীতি একটি বৈচিত্রপূর্ণ বিষয়। তার মানে এই নয় যে রাজনীতি নিয়ে রাজনীতি করতে হবে।

৪০।
অর্জিত ক্ষমতার সম্পূর্ণ প্রয়োগে ক্ষমতাহীন হওয়ার সম্ভাবনা প্রবল।
#

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৪

হাবিব বলেছেন: চমৎকার

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬

নয়ন বিন বাহার বলেছেন: চমৎকার......

২| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০২

সনেট কবি বলেছেন: বেশ

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪

নয়ন বিন বাহার বলেছেন: বেশ বেশ.......

৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৭

নয়ন বিন বাহার বলেছেন: সুন্দরের জন্য শুভকামনা।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৩

নতুন বলেছেন: ৩১।যু্ক্তিতে বাঙগালীকে হারাবে, সাধ্য কার!

এর মানে আপনি বাঙ্গালী ছাড়া অন্য জাতীর মানুষের সাথে মিশেন নাই। তবে বুঝতেন সব জাতীর লোকই এমন মনে করে।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৮

নয়ন বিন বাহার বলেছেন: আপনার অনুমান সঠিক।
চাপে না পড়লে কেউ যুক্তি মানতে চায় না।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩

নতুন বলেছেন: সব জাতীর মানুষের মাঝেই কিছু মানুষ থাকে যারা এই টাইপের হয়... তাই সব দেশের মানুষই এই রকমের ধারনা পোষন করে যে তাদের দেশের মানুষই বেশি খারাপ...

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯

নয়ন বিন বাহার বলেছেন: প্রতিটি মানুষই তার পরিবেশ থেকে বেশিরভাগ সিদ্ধান্তে আসে। কিছু মানুষ এই বৃত্ত থেকে রেরুতে পারে। তবে তার জন্য সাধনা করতে হয়। আমরা সাধনার জন্য প্রস্তুত নই।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: দারুন লিখেছেন কিন্তু বলতেই হবে!

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮

নয়ন বিন বাহার বলেছেন: বলছেন তাহলে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.