নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

লড়াই

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫১

লড়াই হবে লড়াই-
মানবিকতার লড়াই,
মনুষ্যত্বের লড়াই,
মানুষ হওয়ার লড়াই।

প্রতিযোগিতা হোক-
কে কত বেশি মানবিক,
কে কত বেশি মনুষ্যত্বের ধারক,
কে কত বেশি মূল্যবোধ ধারন করে।

দিন শুরু হোক-
ভাল আছি বলে,
আরও ভাল থাক প্রতিবেশী সকলে,
মিতালি হোক বিদ্বেষ ভুলে।

বেড়ে উঠি-
প্রতিদিন স্বপ্নের সাথে,
অনেক বেশি শান্তি চেয়ে,
মানবের কল্যানে স্বপ্ন দেখি।

অর্জন করি-
নীতি ও নৈতিকতা,
ভালবাসা, সহনশীলতা,
অনেক বেশি মানবিকতা।

আসুন স্বপ্ন দেখি-
'একদিন মানুষ হব'
এটাই হোক নবজাতকের কাছে
দীপ্ত অঙ্গীকার!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২

ফেনা বলেছেন: খুব সুন্দর হয়েছে।শুভকামনা।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৫

নয়ন বিন বাহার বলেছেন: সকল সুন্দরের জন্য শুভকামনা।

২| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

সাইন বোর্ড বলেছেন: বেশি সত্যের চর্চা করলে সমস্যা অাছে । কবিতা ভাল লাগল ।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১

নয়ন বিন বাহার বলেছেন: To be or not to be...

৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: লড়াই করার মতো শক্তি বা অস্ত্র কিছুই আমার নেই।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪২

নয়ন বিন বাহার বলেছেন: পরের জেনারেশানের থাকবে হয়তো......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.