নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

আমরা কেমন মানুষ? পর্ব-০২

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৫

তিন.

আমরা নি:সন্দেহে সেরা সেরা মানুষ!?
শুধু দুয়েকটা মহা সমস্যা ছাড়া!

ফেসবুকে একজন ভদ্রলোকের লেখা পড়তাম। খুব ভাল লেখা। শেখার অনেক কিছুই ছিল। নিয়মিত ফলো করতাম। কিন্তু...
একদিন ঘটলো বিপত্তি!

লোকটি আরেকজনের লেখা কোন ধরনের কার্টেসি ছাড়াই নকল করত। আমি তাকে বিনয়ের সাথে ব্যপারটি ব্যাখ্যা করলাম।

একজনের লেখা আপনার ভাল লাগতেই পারে। আপনি তার স্টাটাসটি কপি করতেই পারেন।এ লেখার জন্য বাহ বাহ পেতেই পারেন। শুধু.....

শূধু, একটি জিনিস পারেন না? তার স্বীকৃতি দিতে পারেন না?

মানুষ হিসেবে আপনি এত জঘন্য কেন?

ব্যাস! আমি ব্লক!
উক্ত (অ)ভদ্র লোকটিকে আমি আর খুঁজে পেলাম না।

পাশের মানুষটির কাজকে, তার বুদ্ধিমত্তাকে, তার অবদানকে কেন আমরা স্বীকৃতি দিতে পারি না?

মানুষ হিসেবে আমরা এতই অপারগ? এতই ব্যর্থ?

আমার মনে হয় না।

চার.

মৌমাছি ফুল থেকে মধু নেয়; ভ্রমর ফুল থেকে নেয় বিষ।
দুইটা কীট একই জিনিসের উপর বসে তারা ভিন্ন ভিন্ন জিনিস নেয়।

এখানে,
ফেসবুক হল একটা ফুল।

আপনি ফুলের উপর বসে আছেন।
প্রশ্ন হল, মৌমাছি হয়ে না কি ভ্রমর হয়ে?
মধু নিবেন? না কি বিষ নিবেন?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: মানুষ এখন স্টাইল করে
দাঁড়িয়ে মানুষ মারা এবং মরা দেখে।
নতুন স্টাইলিশ প্রজাতির মানুষ।

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৪

নয়ন বিন বাহার বলেছেন: মানুষ! তুমি একটুখানি মানবিক হবে কবে?

২| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৭

ভুয়া মফিজ বলেছেন: মধু নিবেন, না কি বিষ........বাঙ্গালী বিষ নিতেই বেশী পছন্দ করে। :)

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০২

নয়ন বিন বাহার বলেছেন: হ ভাই। তয় ধরা খাইয়া আবার ঐ বিষ কেই গালি দেয়। নিজে তখনো নির্দোষ!

৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৫

ভুয়া মফিজ বলেছেন: তয় ধরা খাইয়া আবার ঐ বিষ কেই গালি দেয়। নিজে তখনো নির্দোষ! এইটা হইলো লাখ কথার এক কথা!!! =p~

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৪

নয়ন বিন বাহার বলেছেন: ভালবাসা মফিজ ভাই...

৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১২

কামরুননাহার কলি বলেছেন: সবাই বলে বাঙ্গালি নাকি কাঙ্গাল আসলেই তাই। সেটা আমি এই ২০১৩ সাল থেকেই বুঝলাম। প্রশ্ন করতে পারেন ২০১৩ সাল থেকে কেনো? উত্তরটা হলো তখন থেকেই আমি সব কিছু বুঝতে শিখিছি।
ও হে আর একটা কথা- মানুষ সবসময় মধুই খেতে চায় কিন্তু ভুল করে, মধু মনে করে বিষের গায় হাত দেয়। আর এটাই হলো বাঙ্গালীদের সভাব।

২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৩

নয়ন বিন বাহার বলেছেন: ভাইরে ভাই, আপনার বুঝ দিবসও মনে আছে। যাস্ট অসাম!
মানুষ সবসময় মধুই খেতে চায় কিন্তু ভুল করে, মধু মনে করে বিষের গায় হাত দেয়। তবে এই ভুলটা আমরা মানে বাঙালরা বারবারই করি। এটা আমরা উত্তারাধিকার সূত্রে অর্জন করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.