নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

আমরা কেমন মানুষ? পর্ব-০৪

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৫

সাত.

আপনার নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখুন।

মানুষ যে কত জঘন্যভাবে ভাবতে পারে তা ফেসবুক না থাকলে জানা হত না।

কিছু টিনএজ পোলাপান আছে, ফেসবুকে এদের প্রকাশিত চিন্তাধারা রীতিমত আতঙ্কজনক।

কিছু সো কলড বুদ্ধিজীবী আছে এরা কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করতে নিজের নীতি বিসর্জন দিতেও বদ্ধ পরিকর।

কিছু আছে সারাদিন শুধু সেলফি আপলোড দিবে। কাত হয়ে চিৎ হয়ে জগত মাত করে দেয়ার গুরু দায়িত্ব এদের উপর বর্তায়।

কিছু আছে সারাদিন অন্যের পোস্ট শেয়ার দিবে। কি পোস্ট সেটা বিবেচ্য বিষয় নয়। ছবিতে লাইক, শেয়ার দিলে ইমু(শব্দটা হল ইমো) নাম্বার দিব। শেয়ার না দিয়ে থাকা যায়?

আর এক ধরনের পাবলিক আছে এরা অন্যের লেখা কপি করবে কিন্তু কার্টেসি দিবে না। বললে ক্যাবলার মত বলবে ভাই ভুলে গেছি। এই ভুলের ধারাবাহিকতা তারা সগৌরবে বজায় রাখে।

তাই নিজের আঙিনায় আগাছা দেখলে ঝেটিয়ে বিদায় করার কোন বিকল্প নেই।


আট.

ইংরেজিতে একটা কথা আছে, Sin begets sin. এক পাপ দশ পাপের জন্ম দেয়।

কিছু মানুষ সচেতনে বা অবচেতনে তার জীবনে এমন এক ভুলের বৃত্তে ঢুকে পড়ে যে সে ভুলের পঙ্কিলতায় পাক খেতে খেতে তা ভুলের গন্ডি পেরিয়ে পাপের ইমারত তৈরি করে ফেলে।

সে ভুলগুলো খুব সহজ সাধারণ ভুল। যেমন, বন্ধুত্বের ভুল,
জীবনসঙ্গী নির্বাচনে ভুল,
পেশা নির্বাচনে ভুল।

এ বিষয়গুলো ছাড়া বাকিগুলোকে হয়তো খুব সহজে উৎরানো যায়।

কিন্তু উল্লিখিত ভুলের বৃত্তে যে একবার পড়েছে সেই জানে চোখের জলের দাম।

রামধনুর বর্ণিল পৃথিবীটা তখন এক আঁছড়ে সাদা আর কালোয় তৈরি করে অদ্ভুত এক নয়া দিগন্ত।

সেখানে সচেতনভাবেই একা থাকতে হয়, একাকি লড়তে হয়, সাথে থাকে বিচ্ছিরি একপ্রস্থ অতীত আর তার প্রেতাত্মার জমজ ছায়া যা সময়ের প্রতিটি অনুক্ষণে শুধু তারিয়ে তারিয়ে বেড়ায়।

তবে কিছু মৌসুমি করুণা হয়ত কপালে জোটে কিন্তু তা দিয়ে কপাল খোলে না। বরং স্যাঁতস্যাঁতে এক ঘা ঘাড়ের উপর আকুলি বিকুলি করে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: আমি মইরা যাই, তাও তুই ভালো হ ....

---- ঋত্বিক কুমার ঘটক।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৫

নয়ন বিন বাহার বলেছেন: পাপমোচন!

২| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পাপমোচন!

শাপমোচন বইটা কি পড়েছেন??

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

নয়ন বিন বাহার বলেছেন: পড়েছি। কয়েকবার। ফাল্গুনী মুখোপাধ্যায়। প্রথমে তপতীর উপর রাগ হয়েছিল। পরে ওর জন্য দু:খ করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.