নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
কভিড-১৯
এর কালে কয়েকটি বিষয় খেয়াল করলাম-
১. প্রথমে (ফেব্রুয়ারীর শেষ থেকে মার্চের মাঝামাঝি) দেশের বুদ্ধিজীবীগণ লকডাউনের পক্ষে বহু বিতং করছেন দেখলাম। সরকার কেন লকডাউন দিচ্ছে না। চিল্লাইয়া গলা ফাটাইয়া ফালাইছে।
২. সরকার দিল লকডাউন।
৩. দেশের প্রায় ৭০% মানুষ লকডাউনকে মেনে নিতে পারলনা।
৪. সরকার আইন প্রয়োগ করল। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামাল।
৫. বুদ্ধিজীবীসহ দেশের ৯৯% ফটোগ্রাফার আইনশৃঙ্খলা বাহিনীর বদনাম করে ছাড়ল।
৬. আইনশৃঙ্খলা বাহিনী তাদের এ্যকশন শিথিল করে মানুষকে বুঝাতে লাগল।
৭. বুদ্ধিজীবীসহ দেশের আমজনতা তাতে খুব খুশি হল।
৮. লকডাউনের এক সপ্তাহের মাথায় ত্রাণ বিলি শুরু হল।
৯. চারদিকে ত্রাণ চোর ধরা পড়তে লাগল।
১০. তিন সপ্তাহের মাথায় ব্যবসায়ীদের মাথা খারাপ হতে শুরু করল।
১১. ব্যবসায়ীদের সাথে বুদ্ধিজীবীরাও যোগ দিল।
১২. এবার দেশের বুদ্ধিজীবী, ব্যবসায়ী সহ আমজনতা মিলে সকলেই লকডাউনের বিপক্ষে ভাবনা চিন্তা শুরু করল। সবার ভাষ্য- এভাবে আর চলবে কত দিন?
১৩. সরকার পাঁচ সপ্তাহের মাথায় লকডাউন সীমিত করার ঘোষণা দিল। ব্যবসায়ীরা তাদের মাথা ঠিক করার পথ খুঁজে পেল।
১৪. লকডাউন সীমিত করার কয়েক ঘন্টার মধ্যেই বুদ্ধিজীবীরা আবার হায় হায়, গেল গেল করে উঠল।
১৫. শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যক্তি উদ্যোগে কিছু ব্যবসায়ী তাদের ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিল।
১৬. দেশের বুদ্ধিজীবীরা আবার সাধুবাদ জানানো শুরু করল।
এভাবে চলতে থাকবে....
০৯ ই মে, ২০২০ রাত ১২:২৬
নয়ন বিন বাহার বলেছেন: তারা আসলেই বুদ্ধিহীন জীব। তবে আমরা তাদেরকে বুদ্ধিজীবী হিসেবে মাইনা নিছি। বুদ্ধি তো আমজনতারও নাই।
২| ০৯ ই মে, ২০২০ রাত ১২:১২
রাজীব নুর বলেছেন: একটা বিষয় আজ লক্ষ্য করলাম অনেকে নিজেকে চালাক ভাবতেই বেশি পছন্দ করে, বুদ্ধিমান ভাবতে পছন্দ করে না ।
০৯ ই মে, ২০২০ রাত ১২:২৮
নয়ন বিন বাহার বলেছেন: নিজেরে একটু চালাক না ভাবলে জাতের তালে ঠিক চলা যায় না। তাতে জাতির যা হয় হোক।
৩| ০৯ ই মে, ২০২০ রাত ২:৫১
নেওয়াজ আলি বলেছেন: মানুষের জয় হবে
০৯ ই মে, ২০২০ সকাল ১১:১৩
নয়ন বিন বাহার বলেছেন: আশাবাদী।
৪| ০৯ ই মে, ২০২০ ভোর ৬:০৪
শের শায়রী বলেছেন: ভাই ইনফ্যাক্ট দেশে কখনো লকডাউন ঘোষনাই আসে নি, যা আসছে সেটা সাধারন ছুটি।। দুটোয় অনেক অনেক পার্থক্য।।
০৯ ই মে, ২০২০ সকাল ১১:১১
নয়ন বিন বাহার বলেছেন: জি, তবে আমরা লকডাউনকেই প্রমোট করেছি। তবে, কিছু কিছু জেলা, উপজেলা স্থানীয় প্রশাসন লকডাউন করেছে।
৫| ০৯ ই মে, ২০২০ সকাল ১০:২৯
মোঃ ইকবাল ২৭ বলেছেন: গার্মেন্টস খোলা রেখে মুখে লকডাউন জফলে, টিভিতে ঘরে থাকার গান বাজালে এটি কোন জাতের লকডাউন? আর এখন তো সবই খোলা। কোন বাঁধা নেই, নিজ দায়িত্বে যে মরে যে বাঁচে। দেশ কি কেহ চালাচ্ছে নাকি এমনিই চলছে ?
০৯ ই মে, ২০২০ সকাল ১১:১৫
নয়ন বিন বাহার বলেছেন: আপনার প্রশ্নের উত্তর আপাতত নাই।
৬| ১০ ই মে, ২০২০ রাত ১২:৩৭
মোঃ ইকবাল ২৭ বলেছেন: লেখক বলছেন আপনার প্রশ্নের উত্তর আপাতত নাই। আসলে আমাদের প্রাইম মিনিষ্টার মাননীয় প্রধানমন্ত্রীকে করোনার পুরো ব্যাপারটি কষ্ট করে দেখতে হবে। উনি না ভাবলে কোন কিছুই সহজে সমাধান হতে চায় না। উনি যদি কঠোর হস্তে সমস্যা গুলো দেখেন দেশের মানুষ হয়তো একটু শান্তি পাবেন। দেশে একমাত্র উনার কথায় কাজ হচ্ছে, সমাধান হচ্ছে। বাকিদের উপর আশ্বস্ত হওয়া যাচ্ছে না। দেশ চালাইলে উনাকেই চালাতে হবে।
১৫ ই মে, ২০২০ রাত ৮:৩১
নয়ন বিন বাহার বলেছেন: সবদিকে একজনই। তবে আর বাকীদের কি দরকার? মাথায় আসে না।
৭| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
কল্পদ্রুম বলেছেন: স্বাস্থ্য ব্যবস্থায় ইউরোপ আমেরিকার এত দিনের অভিজ্ঞতা গবেষণা থাকা সত্যেও হিমশিম খেয়ে যাচ্ছে।আমাদের দেশে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যথেচ্ছা ভাবে।
১৫ ই মে, ২০২০ রাত ৮:৩২
নয়ন বিন বাহার বলেছেন: মহমারীর গভীরতা বুঝার মত কেউ আছে বলে মনে হয় না।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২০ রাত ১২:০৭
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে বুদ্ধিজীবি নেই; যারা এনজিও পেনজিও করে দেশ নিয়ে ২/৪ কথা বলে, এদেরকে 'বুদ্ধিহীন জীব' বলা যেতে পারে।