নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
১।
কেঁচো-কর্দম দেখে নাক উঁচায়, গাছের সদ্য সবুজ পাতাটা,
কালচে হলুদ পাতাটা পতনের পথে ভাবে, বলা হয়নি কথাটা।
২।
আম-বাদীরা গালি দিয়েছে, কাঁঠাল পেঁকেছে তাই,
শিয়াল ডাকে হুক্কা-হুয়া, কুকুর পালিয়ে যায়!
৩।
তোমার অভিমান ভাঙ্গিয়েছি যতবার,ততবার, ভালবেসেছো? প্রিয়ংবদা।
হুলুস্থল প্রশ্নটা শুনবে যেদিন, সেদিন, তোমার উত্তরপত্র থাকবে সাদা।
৪।
ঘরের এক পাল্লার দরজাটাকে বড্ড বেশি নি:সঙ্গ মনে হয়,
ঘুনে খাওয়া কড়িকাঠ দিন গুনে, আর, দরজার পেরেক পুরনো হয়।
৫।
তুমি বিশ্বাস কর আগে রাত পরে দিন, আমি আগে দিন পরে রাত,
এই নিয়ে মারামারি, মাঝখানে জোছনার আলো বরবাদ!
৬।
অজস্র অন্ধকার পোহাতে হবে তারার আকাশ চাইলে,
তবুওকি তারার আকাশ চাইবে? জোছনার আকাশ পাইলে?
৭।
তোমায় নিয়ে স্বপ্ন আঁকি, জানে, নি:সঙ্গতা, রাতের তারা, বিলক্ষণ!
বৃষ্টি এলেই চলে এসো, মান করো না, ভালবাসব অনেক্ষণ।
৮।
কলম হারায় তাই বেঁধে রাখি সুতার বাঁধনে,
তোমাকে বাঁধতে পারি না, নাটাইয়ের সুতা দিলাম কেটে, রোদনে!
১৬ ই মে, ২০২০ রাত ১২:১০
নয়ন বিন বাহার বলেছেন: জাপানি হাইকু সম্ভবত তিন লাইনে হয়।
তবে দুই লাইনে লেখতে ভাল লাগে।
ভালবাসা।
২| ১৬ ই মে, ২০২০ রাত ১২:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: পড়তে খুবই ভাল লাগল অনুকাব্য গুলো! প্রাঞ্জল লেখা! কবিতা বুননের মুন্সিয়ানায় মুগ্ধতা!
১৬ ই মে, ২০২০ রাত ১২:৫৭
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ, ভ্রমরের ডানা।
৩| ১৬ ই মে, ২০২০ রাত ১২:৪৫
আল-ইকরাম বলেছেন: বেশ লিখেছেন। মনোযোগ দিয়ে পড়লাম। অনেক ভাল লাগলো। ৩ নং এ সম্ভবত ’ভালবেসেছো’শব্দটি হবে। পড়ে দেখবেন। শুভ কামনা রইল।
১৬ ই মে, ২০২০ রাত ১২:৫৭
নয়ন বিন বাহার বলেছেন: জি ইকরাম ভাই। ঠিক করেছি।
ভালবাসা।
৪| ১৬ ই মে, ২০২০ রাত ১:১১
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।
১৬ ই মে, ২০২০ রাত ৩:১০
নয়ন বিন বাহার বলেছেন: বিমূর্ত আবেগ।
৫| ১৬ ই মে, ২০২০ রাত ১:৪৯
চাঁদগাজী বলেছেন:
এগুলো অনেকটা বাণী, খনার বচনের মতো; কবিতা হয়তো পুরাতন ফরমেটেই শক্তিশালী
১৬ ই মে, ২০২০ রাত ৩:১১
নয়ন বিন বাহার বলেছেন: ঠিক বলেছেন। কবিতা আরও ব্যাপক বিষয়।
৬| ১৬ ই মে, ২০২০ রাত ১:৫৭
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ ।শুভ কামনা
১৬ ই মে, ২০২০ রাত ৩:১১
নয়ন বিন বাহার বলেছেন: ভালবাসা।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২০ রাত ১১:৪৭
আমি সাজিদ বলেছেন: এইগুলা কি জাপানিজ হাইকুর বাংলাদেশী এডাপ্ট? সুন্দর।