নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

কৃষি ধ্বংস করে কী লাভ হবে?

২২ শে মে, ২০২০ দুপুর ২:৩৬

আইডিওক্র্যাসি নামে হলিউডের একটা মুভি দেখেছিলাম।

সেখানে ভয়ঙ্কর একটা বিষয়কে খুবই চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে।

মুভিটিতে ৫০০ বছর পরের পৃথিবী কেমন হতে পারে মুলত তার ট্রেইলার দেখানোর চেষ্টা করা হয়েছে।

বর্তমানের দুইজন টপ আইকিউ ধারী মানুষকে বিশেষ পদ্ধতিতে প্রিজার্ভ করে রাখা হয়। তারা ঠিক ৫০০ বছর পরে জেগে উঠে।
দেখে মনুষ্য প্রজাতির চূড়ান্ত অধঃপতন।

অনেকগুলো পয়েন্ট সেখানে তুলে ধরা হয়েছে।
আমি শুধু একটি বিষয়ে দৃষ্টিপাত করব।

তারা টোটাল কৃষিকে বাইপাস করে,আবাদী জমিগুলোতে পানীয় বানানোর কারখানা বানিয়ে রেখেছে। বাকী জমিগুলো পতিত। কোন কৃষি নেই। কেউ কৃষি কাজ করতে চায় না।

পানীয়ের কারখানায় লাখ লাখ মানুষ চাকরী করছে। তৃষ্ণা পেলেও তারা ঐ রঙিন পানীয় খায়। দেশের সকল সাধু পানি ব্যবহৃত হয় এই পানীয় কারখানায়।

একটা কোম্পানি সুকৌশলে সরকারকে বোকা বানিয়ে তাদের ব্যবসা চাঙ্গা রাখছে।

সরকার সহ কেউই এই পাজল সলব করতে পারে না।

কারণ, ৫০০ বছর পরে, ২৫০৫ সালে দেখা যায় পৃথিবীর মানুষের অাইকিউ জিরো। প্রযুক্তিরর উপর তারা এমনভাবে ডিপেন্ডেড হয়ে গেছে যে তাদের আর কোন কসরৎ করতে হয় না।

তারা স্বাভাবিক ২+২=? এই গনিত সলভ করতে পারে না।

যাইহোক, অতীত পৃথিবীর ঐ দুজন মানুষ জেগে উঠে বিভিন্ন প্রাণনাশের হুমকি মোকাবিলা করে তাদেরকে কৃষি সমস্যা সমাধানে বুদ্ধি দেয়।

তাদের সেই বুদ্ধিতে কর্পোরেট কালচার হুমকির মুখে পড়ে। লাখ লাখ মানুষ চাকরী হারায়। বেকার হয়ে যায় তারা। শুরু করে ধ্বংস। সে এক এলাহি কারবার। ফের প্রাণনাশের হুমকিতে পড়ে অতীতের সে দুজন মানুষ।

যাইহোক, কৃষি বিমুখতা মানুষের জীবনে কি রকম ক্রাইসিস নিয়ে আসতে পারে, প্রযুক্তির হাতে অন্ধভাবে নিজেকে সঁপে দিলে কি বিপদ হতে পারে তা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে।

মানুষ যতই প্রাযুক্তিক মাস্টার হোক না কেন, তাকে তার বুনিয়াদ ভুললে চলবে না।

আমরা গত শত বছরের ইতিহাস ঘাটলে দেখতে পাই, তখন সমাজে যারা ধনী ছিল, যারা সম্মানিত ছিল তাদের পেশা কি ছিল?

এক কথায় কৃষক।
যারা কৃষি করত।

এই সমাজে এখনো অনেক পরিবার আছে যারা শুধুমাত্র কৃষিকাজ করে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে। নিজের জমি ছিল না।

অন্যের জমি চাষ করে আজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে ঠিকই কিন্তু আস্তে আস্তে তারা পেশা বদল করে ফেলছে। তারা আর টিকতে পারছে না।

যখনি আমাদের মনে বাবু হওয়ার বাসনা জেগেছে তখনি আমাদের অধঃপতন শুরু হয়েছে। যা আমরা টের পাইনি।

বাই দ্যা ওয়ে, এখনো টের পাচ্ছি কি?

সবচেয়ে মারাত্মক যেটা সেটা হল, আমাদের কৃষকরা এখন বীজ সংরক্ষণ করে না। বাজার থেকে কিনে আনে। বাজারে বীজ আসে বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে।

সুকৌশলে আমাদের কৃষি ধ্বংস হচ্ছে।

মজা টের পাচ্ছেন?

এই আধুনিক প্রাযুক্তিক সভ্যতার বয়স কত?

১০০ বছর? হয়েছে?

এর মধ্যেই দেখেন প্রকৃতির সাথে মানুষের লড়াই চলছে। প্রযুক্তির লড়াই।

প্রযুক্তি নিয়ে প্রকৃতির বিরুদ্ধে লড়াই।

প্রযুক্তি এসেছে ভাল উদ্দেশ্য নিয়ে। আর আমরা এর মিসইউজ করছি।

আপনি বুজতে পারছেন না, আপনি বাঘের খাঁচায় ডুকে বাঘকে ভেংছি কাটছেন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২০ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: ভাই মুভিটার দিংক দেন।
লিংক দিলে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবো।

২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২০

নয়ন বিন বাহার বলেছেন: ২ নং কমেন্টসে লিংক দেয়া আছে। না হলে বলিয়েন ভাই।

২| ২২ শে মে, ২০২০ বিকাল ৩:৫৭

নতুন বলেছেন: @রাজিব নুর ভাই। Click This Link

আমাদের দেশে কৃষিকাজকে সন্মানের চোখে দেখা হয় না।

চাষা একটা গালী কিন্তু চাষী যা তৌরি করে সেটা না হলে কিন্তু চলে না।

যদিও আগামী দিনে শিক্ষিত যুবকেরা খামারী হবে। তারাই আবার কৃষি কাজে ফিরবে।

২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২২

নয়ন বিন বাহার বলেছেন: এই পরিবর্তন হতে বাধ্য।

৩| ২২ শে মে, ২০২০ রাত ৮:১৭

নেওয়াজ আলি বলেছেন: কৃষিতে খরচ বেশী লাভ কম বলে কৃষক বিরক্ত । আমার দিকে অনেক জমি খালি

২২ শে মে, ২০২০ রাত ৮:২৫

নয়ন বিন বাহার বলেছেন: একার উদ্যোগে এই সমস্যার স্থায়ী সমাধান হবে না। জাতীয় পলিসি ঠিক করতে হবে।

৪| ২২ শে মে, ২০২০ রাত ১০:২২

মীর আবুল আল হাসিব বলেছেন: সাইন্স ফিকশান আর এসব মুভি একটু বাড়াবাড়ি করে ফেলে। মুভির টপিক ঠিক থাকে কিন্তু একটু বাড়াবাড়ি করে উপস্থাপন করে এই আর কি!!!!

২৩ শে মে, ২০২০ সকাল ৯:৫৯

নয়ন বিন বাহার বলেছেন: বাড়াবাড়ি একটু করে ঠিকেই। তবে বাস্তব সবসময় কল্পনাকে হার মানায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.