নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
‘একদিন সব ঠিক হয়ে যাবে’- এই কথাটা বলে আপনি আমাকে দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখলেন!
আমি আপনার কথা বিশ্বাস করেছিলাম। অথচ কিছুই ঠিক হয়নি।
আমার কৃষ্ণ, বেঢপ মেয়েটির এখনো বিয়ে হয়নি।
আমার সন্তান সত্য প্রকাশ করতে গিয়ে এখনো ঘরে ফেরেনি।
আমার ঘরণির ছেঁড়া শাড়ীতে তালির সংখ্যা কমেনি।
মানুষের পাপের মত দিনকে দিন শুধু বেড়েই চলেছে ।
মিথ্যুক, লম্পটের সবগ্রাসী শাসন আমাকে সর্বশান্ত করেছে।
লুটেরা আমার স্বপ্ন নিয়ে লুটোপুটি খেলে।
আমাকে এখনো ভিক্ষা নিতে বাধ্য করে স্বীকৃত কাপুরুষেরা।
এখনো ভেসে যায় আমার সন্তান আয়লান কুর্দি, ঝুলে থাকে ফেলানি।
‘একদিন নতুন ভোর হবে’-বলেছিলেন, সেদিনের নতুন সূর্য এনে দেবে নতুন প্রশান্তি।
ভোর হয়েছিল, সূর্যও উঠেছিল, কিন্তু প্রশান্তি নয় দিয়েছে অশান্তি!
চুরি হয়ে গেছে আমার ভিটে-মাটি।
স্বপ্ন দেখেছিলাম।
শত শতাব্দী ধরে সে স্বপ্ন জিইয়ে রাখার যন্ত্রণা কতটা কঠিন, তা কি আপনি জানেন?
০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২২
নয়ন বিন বাহার বলেছেন: অসহায়ের প্রশ্ন, অসহায় আর্তি!
২| ০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪০
রাজীব নুর বলেছেন: এই দেশ, রাষ্ট্র কোনো দিনই বদলাবে না।
০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৩
নয়ন বিন বাহার বলেছেন: রাজীব ভাই, আশাবাদী হতেও ভয় লাগে।
৩| ০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৪
নেওয়াজ আলি বলেছেন: নিপাত যাক সব জালিম । সব হারামখোর।
০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৮
নয়ন বিন বাহার বলেছেন: আশায় বসত করি...
৪| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৯
চাঁদগাজী বলেছেন:
বর্তমান বাংগালীদের প্রতিবাদ কবিতায়, ড: কামাল ও ফখরুলের নিউজ বিজ্ঞপ্তিতে।
০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:১৭
নয়ন বিন বাহার বলেছেন: ধরি মাছ না ছুঁই পানি। এই প্রবাদটা আমরা খুব মেনে চলার চেষ্টা করি।
৫| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্ষোভের তুষে প্রতিবাদের আগুন জ্বালাতে হবে
ধিকি ধিকি জ্বলা মনকে বানাতে হবে ভিসুবিয়াস...
লাথোকা ভুত বাতোসে মানতা নেহি
০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:২৪
নয়ন বিন বাহার বলেছেন: লাথোকা ভুত বাতোসে মানতা নেহি
কিন্তু আমরা ঝগড়া করেই সব অর্জন করতে চাই।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০৬
সাইন বোর্ড বলেছেন: বাস্তব প্রতিবাদ, উত্তর দেবে কে ?