নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
একদিন সময় করে এসো-
আমার গল্পটা তোমাকে বলব।
তুমি শুনতে চেয়েছিলে, বলার সময় পাইনি।
এসো কিন্তু, ভুলো না।
সারাদিন ব্যস্ত থাকি।
সিরিয়াস কিছু নয়। মামুলি সব ব্যাপার-স্যাপার।
এই ধর,
আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কারে বানানো যায়,
কিংবা, চীনকে সিল্করোডের স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া যায় কি না,
অথবা, এলন মাস্ককে তার নিজের গ্যালাক্সীতে ফেরত পাঠানো যায় কি না,
মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানে আমি হস্তক্ষেপ করব কি না,
তাছাড়া দেশকে গোল্লায় পাঠাতে আর কত সময় লাগতে পারে!
এইসব আর কি!
তাই বলছিলাম,
একদিন সময় করে এসো-
আমার গল্পটা তোমাকে বলব।
তুমি শুনতে চেয়েছিলে, বলার সময় পাইনি।
এসো কিন্তু, ভুলো না।
সারাদিন ব্যস্ত থাকি।
সিরিয়াস কিছু নয়। মামুলি সব ব্যাপার-স্যাপার।
ভাবি,
লুঙ্গি পরে অফিস করলে জাতটা কার যাবে?
রাজা কৃষ্ণ চন্দ্র মহা দূর্ণীতিবাজ মন্ত্রীকে কেন বরখাস্ত করে না?
মানুষ কেন প্রশাষক চায় না, শাষক চায়?
দিনের আলো অপচয় করে রাতকে আলোকিত করে?
সাদা কালো চোখে কিভাবে রঙিন স্বপ্ন দেখে?
নিজেকে কেন অমর মনে করে?
কেন দান করার জন্য চুরি করে?
মানুষ হয়েও মানুষ হওয়ার ভান করে?
বুঝতো, সারাদিন ব্যস্ত থাকি, এইসব নিয়ে।
সিরিয়াস কিছু নয়। মামুলি সব ব্যাপার-স্যাপার।
১৩ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪৬
নয়ন বিন বাহার বলেছেন: লুঙ্গি পরে অফিস করলে জাতটা কার যাবে?
রাজা কৃষ্ণ চন্দ্র মহা দূর্ণীতিবাজ মন্ত্রীকে কেন বরখাস্ত করে না?
মানুষ কেন প্রশাষক চায় না, শাষক চায়?
দিনের আলো অপচয় করে রাতকে আলোকিত করে?
সাদা কালো চোখে কিভাবে রঙিন স্বপ্ন দেখে?
নিজেকে কেন অমর মনে করে?
কেন দান করার জন্য চুরি করে?
মানুষ হয়েও মানুষ হওয়ার ভান করে?[/sb
এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে আছে?
২| ১২ ই জুলাই, ২০২০ রাত ১১:২৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৫
নয়ন বিন বাহার বলেছেন: ভালবাসা ভাই
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৫
নেওয়াজ আলি বলেছেন: মানুষ প্রশাসক চার না । সেবা দানকারি চায়। লেখা সিরিয়াস কিছু হয়নি।