নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
অস্ত্রের মার দিয়ে একটা জাতিকে খুব বেশিদিন বশে রাখা যায় না। যেটা দিয়ে যায় সেটা হল সংস্কৃতির মার।
সংস্কৃতি হল: শিল্প, সাহিত্য, দর্শন, চিন্তা।
অস্ত্র কিনতে পাওয়া যায়। যোদ্ধা ভাড়া পাওয়া যায়,
কিন্তু, সংস্কৃতি কিনতে পাওয়া যায় না।
এটা এমন একটা জিনিস, যা দিনে দিনে নয়, যুগ যুগের কঠিন সাধনায়ও অর্জিত নাও হতে পারে।
বর্তমান প্রতিষ্ঠিত জাতিগোষ্ঠীর দিকে তাকালে এর প্রমাণ মেলে।
এক মহাভারত দিয়ে ক্ষত্রিয়রা ব্রাক্ষ্মণদেরকে সাথে নিয়ে এই হালের একবিংশ শতাব্দিতেও দোর্দণ্ডপ্রতাপে রাশলীলা অব্যাহত রেখেছে।
উসমানীয়রা শুধু অস্ত্রের কারণে নয়, ইসলামি সংস্কৃতির উৎকর্ষতা দিয়ে সুদীর্ঘকাল সাম্রাজ্য টিকিয়ে রেখেছে।
সেই সংস্কৃতির উৎকর্ষতায় যখনি ভাটা পড়েছে তখনি তারা বিলীন হয়ে গেছে।
ইংরেজরাও শুধু শক্তি আর কূটবুদ্ধি নয়, প্রকৃতপক্ষে তাদের সুকৌশল সংস্কৃতির বিস্তারকে প্রধান্য দিয়ে আজও অলিখিতভাবে পৃথিবী শাসন করছে।
২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৮
নয়ন বিন বাহার বলেছেন: যে জাতি এটা বুঝতে পেরেছে তারা এগিয়ে গেছে।
২| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট প্রিয় ভাইয়া
ভালো থাকুন
২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩২
নয়ন বিন বাহার বলেছেন: আপু, আমরা বোধহয় আমাদের সংস্কৃতিকে গুরুত্ব দিচ্ছি না। অথবা সেভাবে ভাবছিও না।
৩| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: আমাদের দেশটা দরিদ্র। এই একটা মাত্র কারনে আমরা পিছিয়ে আছি।
২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৯
নয়ন বিন বাহার বলেছেন: দরিদ্রবস্থা থেকে উত্তরণের কোন উপায় নিয়ে আমরা ভাবছি?
৪| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩১
নেওয়াজ আলি বলেছেন: ঠিক বলেছেন
২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৯
নয়ন বিন বাহার বলেছেন: সুচিন্তিত সংস্কৃতি মুক্তির উপায় হতে পারে।
৫| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: সংস্কৃতি অস্ত্রের চেয়েও শক্তিশালী। সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩০
নয়ন বিন বাহার বলেছেন: এই শক্তিশালী অস্ত্র অবহেলা করে আমরা আদতে পিছিয়ে আছি।
৬| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৩
ফুয়াদের বাপ বলেছেন: যথার্থ বলেছেন, লেখনীর সাথে একমত।
কেন জানি মনে হয় আমরা নিজেদের সংষ্কৃতি ভুলে অন্যের সংষ্কৃতিকে প্রাধান্য দিয়ে চলি তাই আর নিজেদের উন্নয়ন অধরাই থেকে যাচ্ছে। পাট শিল্প আমাদের গর্ব ছিল যা ক্রমে তা অবলোপন হচ্ছে। মাতৃভাষা চর্চা ভুলে বাংলিশ নামে অদ্ভূত ভাষার অপব্যাবহার করছি। ধর্মীয় মূলে না থেকে ডালপালা ছড়াচ্ছি পীর-করব-ধর্মান্ধতায়।
২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩১
নয়ন বিন বাহার বলেছেন: আমাদের চিন্তার শুরুটাই নড়বড়ে। সম্পূর্ণ ভিন্ন এবং আনপ্রোডাক্টিভ খাতে আমাদের চিন্তা ব্যয় হয়। যা জাতির জন্য বয়ে আনে হতাশা।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৭
ফেনা বলেছেন: হুম ঠিক বলেছেন।