নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

তারপরও স্নিগ্ধতা আসে

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৩

১।
তুমি যখন সুখী থাক তখন মন চায় তোমাকে আরও বেশি সুখ দিই,
অনেক ইচ্ছা থাকার পরও তখন দুঃখ দিতে পারি না তোমায়!

তুমি যখন দুঃখে থাক তখন মন চায় আরও বেশি দুঃখ দিই তোমায়,
তখন ইচ্ছা থাকা সত্বেও তোমাকে সুখি করতে পারি না।

আমি থাকি পর্বতের মত নিশ্চল, নিরুপায়।

প্রকৃতপক্ষে তোমাকে সুখি অথবা দুঃখি করার নিয়ামক আমি নই।

প্রকারান্তরে তুমিই ঠিক করে দাও আমার রোজকার অভ্যাস,

আমি শুধু পুতুলের মত ডুলতে থাকি সুতার মাথায়।

২।
এইখানে আলো জ্বলে। রোজ। দিনে এবং রাতে।

ঝেঁটিয়ে বিদেয় করা হয় যত সব অন্ধকারের ছানাপোনাকে। দিনে এবং রাতে। রোজ। আলো জ্বলে।

মনের গহীন কোণে জমাট বাঁধা যে অন্ধকার, তাকে রক্ষা করাই এতসব আয়োজনের বাগাড়ম্বর!

এটা বুঝেছিল আমলা পাগলা।

কেউ তাকে বিশ্বাস করেনি।

অবিশ্বাসের দায় মাথায় নিয়ে আমলা পাগলা একদিন মরে যায়।

এখনো আলো জ্বলে। রোজ। দিনে এবং রাতে।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.