নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
১।
পিশাচ
শালিক শালিকাকে একটা ধাঁধা জিঙ্গাসা করল, বলতো শালিকা, সবচেয়ে আজব, কিম্ভূত কে?
শালিকা বলল, মানুষ!
-কেমনে
-এরা মানুষ, আবার এই মানুষ হওয়ার জন্যই দিনরাত পরিশ্রম করে। আর মানুষ হতে হতে এরা হয়ে যায় জানোয়ার।
-পুরনো লজিক।
-এরা রোগ উৎপাদন করে ওষুধ বিক্রির জন্য।
-আর?
-জগতে এরাই একমাত্র স্বজাতিকে ঠান্ডা মাথায় হত্যা করে।
-তারপর?
-এরা দিনকে রাত, রাতকে দিন করতে পারে।
-আচ্ছা
-এরা ঘাস খায় আবার মাংসও খায়।
-হা হা, তুই পারলি নারে পাগলি।
-তাহলে তুমি বল, কেন?
-গভীর বিষণ্ণতায় স্তব্ধ শালিক বলল, আমি নিজেও জানি না, ময়-মুরুব্বিরা বলে গেছেন, ঐ মানুষের মত দেখতে, ওদের থেকে দূরে থাকবি।
-ওরা পিশাচ
২।
শরম
কিরে পাগলা, কি খবর তোর?
মেম্বর সাব, শুধু খিদা লাগে।
এটাতো খুব ভাল খবর। খিদা লাগলে খাবি। মানা করল কেডায়?
খানা পামু কই?
ক্যান, তুই অইলি একটা পাগল। তোর খানার অভাব অইব ক্যান? যেখানে খানা দেখবি সেখানেই যায়া খাবি। তোরে কেউ কিছু কইতে পাইব?
না মেম্বর সাব, শরম করে।
পাগলা বলে কি! পাগলেরও নাকি আবার শরম করে। আজব!
সাব, পাগল অইলেও মানুষতো! শরমতো থাকবই।
কয় কি ব্যাটা। মনে মনে ভাবলেন। আমি যে এত বস্তা চাল চুরি করছি, চেয়ারম্যান সাব করছে, কই আমাগো তো শরম করে নাই।
মানুষ অইলেইতো আপনাগো শরম করত।
চমকে উঠলেন মেম্বর সাব।
ঘোষণা দিলেন, পিডা হালারে!
১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৯
নয়ন বিন বাহার বলেছেন: মানুষের ভাবনাগুলো দিন দিন খুব জটিল হচ্ছে। ওরাই সহজ সরল ভাবছে, হয়ত..
২| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৪০
পদ্মপুকুর বলেছেন: সুন্দর অর্থবোধক দুটি গল্প। দার্শনিক সাঁত্র ঈশ্বরের অনস্তিত্ব প্রমাণ করতে একটা কথা বলেছিলেন- এক্সিটেন্স প্রিসিডস এসেন্স। তাঁর এই থিয়োরির মুলকথা ছিলো- মানুষ জন্ম থেকেই আসলে মানুষ নয়, সে জন্মানোর পর নিজ থেকে নিজের মধ্যে কিছু গুণাবলী বা এসেন্স আরোপ করে একসময় সে মানুষ হয়। বিস্তারিত আলোচনায় যাচ্ছি না।
আপনার গল্পদুটিতে সে সে বোধটাই উঠে এসেছে। ভালো লাগলো।
১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৩
নয়ন বিন বাহার বলেছেন: ভালবাসা।
সাঁত্র এর টপিকটা নিয়ে একটা লেখা লিখুন। দারুন টপিক। উপভোগ্য হবে। চিন্তার খোরাক জোগাবে।
৩| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৬
পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: সাঁত্র এর টপিকটা নিয়ে একটা লেখা লিখুন। দারুন টপিক। উপভোগ্য হবে। চিন্তার খোরাক জোগাবে।
ধন্যবাদ। এ বিষয়ে ২০০৯ এ আমার একটা লেখা আছে, এখানে দেখতে পারেন।
১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৩
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ পদ্ম পুকুর।
৪| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: ২ নং টা খুব ভালো লাগলো।
১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৪
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ
৫| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২৮
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপমায় লেখা গল্প ।
১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৫
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ!
৬| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২০
নীল আকাশ বলেছেন: নয়ন ভাই, ২টাই খুব দারূন হয়েছে।
দেশে বাস্তবতায় কঠিন হয়েছে।
২ নাম্বারটা পারফেক্ট।
১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৮
নয়ন বিন বাহার বলেছেন: দেশ মানুষের চিন্তার ক্রান্তিকাল চলছে।
৭| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৯
অজ্ঞ বালক বলেছেন: বেশ সুন্দর দুইটা গল্প। ভাল্লাগলো।
১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৮
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ।
৮| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৮
অন্তরা রহমান বলেছেন: সুন্দর ভাবপ্রকাশ! ভালো লেগেছে।
১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৭
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ আপু
৯| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৩
ঘরহীন বলেছেন: অণুগল্প এখন বেশ পাঠকপ্রিয়। সুন্দর হয়েছে।
১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১১
নয়ন বিন বাহার বলেছেন: মানুষের সময়/ধৈর্য কম। কম সময়ে মজা নিতে চায়।
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১৬
শায়মা বলেছেন: হা হা পাগল আর শালিকই দেখছি আসল বুদ্ধিমান!