নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

কর্পোরেট জমিদার

০৭ ই জুলাই, ২০২১ সকাল ৯:২৯

আমরা সকলেই জানি জমিদারী প্রথা বিলুপ্ত হয়ে গেছে সেই ব্রিটিশ আমলে

আসলে কি তাই? জমিদার প্রথা এখনো চলছে না? একটু চিন্তা করে দেখুন তো-
জমিদারি কিভাবে চলত? - বংশপরম্পরায়!

উত্তরাধিকার সূত্রে, দাদা, বাপ, নাতি জমিদার। সেই জমিদারি টিকিয়ে রাখতে হাড্ডি-মাংস জল করে যারা খাটুনি খাটত, সেই প্রজাদের অবস্থার কোন পরিবর্তন কোনদিনও হত না।

অত্যাচার, নির্যাতন, হত্যা ইত্যাদি অকথ্য বর্বরতা চলত প্রজাদের উপর।

এখন প্রশ্ন, আজকের জমিদার কারা?

উত্তর হল, কর্পোরেট!

হ্যা আজকের জমিদার হল কর্পোরেট। এই সব ইনস্টিটিউট হল আজকের জমিদার। কোম্পানি মালিকেরা বংশপরম্পরায় এমডি, চেয়ারম্যান। কর্মীরা সেই প্রজাই!

কথায় কথায় চাকরি খেয়ে ফেলা, ন্যায্য বেতন না দেয়া ইত্যাদি হল এ যুগের জমিদারদের আচরণ।

একজন কর্মীর পক্ষে এইসব প্রতিষ্ঠানের এমডি বা ডিরেক্টর হওয়া কখনো সম্ভব? সম্ভব হলে তার হার কত?
আদতে সম্ভব নয়।

অর্থনীতিবিদরা বলেন, গরীব আরও গরীব হচ্ছে, ধনী আরও ধনী হচ্ছে।

এর পেছনের কারণ নিয়ে চর্চা হয়?
সামাজিক চর্চা?

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২১ সকাল ১০:৩৬

কামাল১৮ বলেছেন: শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নাই।ঐক্যবদ্ধ হতে হবে শ্রমিকদের নেতৃত্বে কোন টাউট বাটপারের নেতৃত্বে নয়।

০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:৪৪

নয়ন বিন বাহার বলেছেন: শ্রমিকরা নেতৃত্ব পাওয়ার পরে টাউটে পরিণত হয়!

২| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রতিবাদিও হওয়া যায় না আর :(

আল্লাহ হেদায়েত দিন ওদের

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৪

নয়ন বিন বাহার বলেছেন: প্রতিবাদী হওয়ার কালচার হারিয়ে ফেলেছি। :(

৩| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৪

শায়মা বলেছেন: কে করবে এই চর্চা? :(

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৫

নয়ন বিন বাহার বলেছেন: মিলিয়ন ডলারের প্রশ্ন!!

৪| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৮

মাকার মাহিতা বলেছেন: ক্রেডিটকার্ড (ব্যাংক) ওলারা বড় কর্পরেট জমিদার।

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৫

নয়ন বিন বাহার বলেছেন: এটা একটা মরণফাঁদ!

৫| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৭

মনিরা সুলতানা বলেছেন: খারাপ বলেন নাই !

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৮

নয়ন বিন বাহার বলেছেন: আপু!
একই বৃত্তে আমরা শুধু ঘুরপাক খাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.