নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

ঘর

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৫

একটা ছোটো ঘর,
আর অনেকগুলো মানুষ।
একটা বড় ঘর,
আর দুয়েকটা মানুষ।

ছোটো ঘর, বড় ঘর,
আর তাদের হরেক আড়ম্বর!

ছোটো ঘরটা দীর্ঘশ্বাস ছাড়ে,
একদিন অনেক বড় ঘর হবে তাদের-
ভাবে ছোটো ঘরের অনেকগুলো মানুষ।
নিজেদের মধ্যে আলাপ করে তারা
কে কার ঘর কিভাবে সাজাবে।

সারাদিন হিজি বিজি, গিজ গিজ
ছোটো ঘর, অনেকগুলো মানুষ,
আর একটা বড় ঘরের স্বপ্ন!

বড় ঘরটা হাহাকার করে
মহাশুণ্যতায়, হাতড়ায়,
একদিন ভরপুর হবে প্রতিটি ঘর,
শুণ্যতা কেটে যাবে, কোলাহলে
অনেকগুলো মানুষ, কৌতুহলে
চারদিক ঘিরে, ঘরে ফিরবে-

অথচ- দিনশেষে-
একটা ছোটো ঘর,
আর অনেকগুলো মানুষ!
একটা বড় ঘর,
আর দুয়েকটা মানুষ!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৪৯

হাসান জামাল গোলাপ বলেছেন: শান্তি কোন ঘরে?

২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫০

নয়ন বিন বাহার বলেছেন: শান্তি কোনো ঘরের উপর নির্ভর করে না।
শান্তি নির্ভর করে সন্তুষ্টির উপর।

২| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: দুনিয়াতে যে যা চাই সে হয়তো সেটা কখনই পায়না।
অনেক সময় সামন্য ছোট-ছোট স্বপ্ন গুলোই অধরা থেকে যায়।

২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৩

নয়ন বিন বাহার বলেছেন: অনেকেই সন্তুষ্টির জায়গায় নাই।
মানব জীবন হলো এক মস্ত হাহাকার!

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: মানুষের আসল ঘর হচ্ছে ''কবর''।

২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

নয়ন বিন বাহার বলেছেন: কবর হলো দেহের আশ্রয়। আত্মা কবরে থাকে না।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১০

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লিখেছেন

২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

নয়ন বিন বাহার বলেছেন: ভালোবাসা ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.