![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোরহান সাহেবের বয়স ৩৫। দেরি করে হলেও সম্প্রতি তিনি বিয়ে করেছেন কম বয়েসি ফুটফুটে পাগলাটে বাচ্চা স্বভাবের দস্যি এক মেয়েকে। বিয়ের পর থেকে চরম প্যারায় আছেন। ভুলটা করে ফেলেছিলেন তখনই যখন প্রথম দিন বউকে ঘরে তোলেন। বোরহান সাহেবের বাসা পাঁচ তলার ওপরে। তিনি বউকে কোলে নিয়ে পুরো পাঁচ তলার সিড়ি বেয়ে উঠে ঘরে তুলেছিলেন।
এর পর থেকে প্রতিদিনই বিকালে যখনই তিনি অফিস থেকে রাজ্যের ক্লান্তি নিয়ে ফেরেন তখনই তার বউ দৌড়ে সিড়ি বেয়ে নিচে নেমে আসে, বলে
-আই তুমি কি খুব ক্লান্ত?
--হ্যা বেবি আমি ভীষন ক্লান্ত। সারাদিন সাইটে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। এক মুহুর্ত বসার টাইম পাইনি।
-আল্লাহ তাই! দেখি তো তুমি কেমন ক্লান্ত, আমাকে কোলে নিয়ে পাঁচ তলায় ওঠাও দেখি। প্লিজ প্লিজ।
-- বোরহান সাহেব অগত্যা শ্রান্ত শরীর নিয়েই বউকে কোলে তুলে নেন। কোনোমতে হেলতে দুলতে পাচ তলায় উঠে ধপাস করে দরজার সামনে দুইজনই হুমড়ি খেয়ে পড়েন।
# এর পরেও কোনো এক বিচিত্র কারনে তিনি বাসা চেঞ্জ করে দোতলা কিম্বা নিচতলার ফ্ল্যট নিচ্ছেন না
# ব্যাপার না। ডেইলি ভালো ব্যায়াম হচ্ছে তার। মধুর ব্যায়াম।
২| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৫
আপনার আপন বলেছেন: KHOBBBB FUN
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৬
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: মধুর ব্যায়াম!