নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দার্শনিক

তানভীর নাঈম

এককথায় আমজনতা

তানভীর নাঈম › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা, একটি ছন্দহীন কাব্য

০৬ ই মে, ২০১৫ দুপুর ১:০৯

আসি আসি করেও তুমি এলে না।
কোনো এক অর্ধ পূর্ণিমায়,
বসে আছি তোমারই অপেক্ষায়।
কথা দিয়েছিলে, তুমি আসবে;
তাই এখনও বসে আছি প্রতীক্ষায়।
তোমাকে যদি চাঁদ হিসেবে ভাবি,
অজস্র নক্ষত্র পাহাড়া দিচ্ছে তোমায়।
হতে পারি আমি সবচাইতে ক্ষীণ নক্ষত্র;
কিংবা সবচেয়ে উজ্জ্বল।
সবই নির্ভর করে তোমার উপর।
আবছা কুয়াশায় ঢাকা প্রকৃতি;
রিক্ততার বিষাদ সুর।
তবুও তুমি আছো বলে
সবকিছুই লাগে সুমধুর।
তোমার ওই মিষ্টি হাসি দেখে
চাঁদও লজ্জায় কুয়াশার চাঁদরে ঢেকে যায়।
অতিথি পাখীরা সাড়া দেয়
তোমার ওই মিষ্টি আহ্বানে।
আর আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি
তোমার গোলাপ রাঙা ঠোঁটের পানে।
কখনও বলা হয় নি তোমায়,
আমার সেই মনের কথাটি।
আজ হয়তো বলতে পারবো;
সে সাহস সঞ্চার করে এসেছি।
ভাবতে ভাবতেই হঠাৎ তুমি এলে!
কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলে আমায়।
আর নিঃশব্দে বললে,”ভালোবাসি,
কক্ষনও ছেড়ে যেও না আমায়।“

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.