![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাভ আভা ছড়াইয়া রাত্রিতে
ভুলিয়াছে কোন মিষ্টিরও সুবাসে;
অস্থির এই মন হইয়াছে আকুল
দিগন্তভোলা ওই দূরেরও আকাশে।
পক্ষীকুল যেথায় উড়ন্ত স্বাধীন
উড়িয়া চলিছে ডানা মেলিয়া,
তোমারি নয়নে দৃশ্যমান তাহা
কাহারো কিঞ্চিৎ হৃদয় ভুলাইয়া।
চলিতে পারি না, এ পথ
যে নিদারুণ শ্বাপদসঙ্কুল।
সঙ্গ লইয়া তোমার, আমি
করিয়াছি কি কোনো ভুল?
অপরাহ্ণের নিস্তেজ দিবাকরের
স্বল্প তপ্ততা ছুঁইয়া যায় তোমায়।
খুঁজিয়া ফিরিয়া মরি শেষমেশ
শান্ত ওই শিউলি তলায়।
নাহি কোনো ক্ষোভ, নাহি অনুরাগ
অশান্ত ওই মনেরও গহীনে;
যখনই হই মত্ত আওয়ারা, চাহিয়া
তোমার দুখানি নয়নেরও পানে।।
২| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৯
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৫ ভোর ৫:১৬
শাহরীয়ার সুজন বলেছেন: বেশ