![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজস্র রাত্রির আঁধার ভেদিয়া
চলিয়াছি এক মরুর পথে;
যেথায় রহিয়াছে নীলের আভা,
কথা হইয়াছে চন্দ্রের সাথে।
ভাঙিয়া বচন চলিয়াছে আপন
আকাঙ্খা করিতে নিবারণ।
অদ্ভুত সেই পথ, যেথায় পথিক
হইতেছে হরণ।
কহিলো রবি,"ওহে যাস নে,
হোতা মরণফাঁদ।"
বলিলাম,"খানিক দূরে দেখিতেছি
গন্তব্যের ওই ছাদ।"
পবন ঢালিলো সকল শক্তি,
করিতে কুপোকাত।
ব্যর্থ হইলো দমিতে মোরে, করিয়া
সকল সার্থক আঘাত।
অশ্ব ছুটাইয়া দুর্গম যখন
হইলো সুগম,
প্রকৃতি তখন করিলো মোরে
আপ্যায়ন চরম।
বীরবেশে যখন করিলাম জয়
ছাপাইয়া সিংহদ্বার,
করিলো তখন প্রকৃতি মোরে
সহস্র নমষ্কার।
©somewhere in net ltd.