![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহস্র বৎসর তাকায়ে ফিরিয়া
চলিয়াছে শেষ গন্তব্যে।
যেথায় রহিয়াছে নক্ষত্রমালা
তোমারই ভবিতব্যে।
যেথায় ইন্দু চক্ষু মেলে
দিবাকরের আশায়;
ভুল করিয়া যদি একদা
দেখিয়া থাকো নিরালায়।
বসন্তের আগমনী যেন
সত্যই মৃন্ময়।
কাহারো আড়ালে বসিয়া তুমি
দেখিয়াছো নিশ্চয়।
সদা তরুণ, সদা সজীব
তাহার সেই প্রাণ।
রহিয়াছে যাহার রন্ধ্রে রন্ধ্রে
তারুণ্যেরও জয়োগান।
হেরিয়া ফিরিয়া মরি সব
নব্য বাণীর কথা;
হৃদয় তখনই ভুলিয়া ফেরে
সকল দুঃখ-ব্যাথা।
২| ১৫ ই মে, ২০১৫ রাত ২:১৫
কালের সময় বলেছেন: ভালই লাগলো ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৫ রাত ১:৫৮
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: বাহ্ বেশ :-)