![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশটা বহুদিন পর আজ নীল ছিলো।
দেখেছিলে কি তুমি?
নাকি দেখেও না দেখার ভান করেছিলে,
রোদ-বৃষ্টির খেলার ন্যায়?
আমি কিন্তু দেখেছিলাম, জানো?
ঠিক যেন
রঙ-তুলির ক্যানভাসে আঁকা
সুনীল আকাশ।
বিকেলে ইলশেগুঁড়ি বৃষ্টি হয়েছিলো।
ভিজেছিলে কি?
নাকি ভিজেও বলছো ভিজোনি,
আমার দৃষ্টির অগোচরে?
আমি কিন্তু ভিজেছিলাম, জানো?
কাকভেজা যাকে বলে।
আর কাদামাটি নিয়ে করেছিলাম
অহেতুক গবেষণা।
আমি জানি, তুমি ভাবছো।
কিন্তু কেন?
তুমি তো অমন দ্বিধাগ্রস্ত নও;
যে যা-ই বলুক।
বসে আছি সঠিক দিনের অপেক্ষায়।
তুমিও কি?
উত্তরের অপেক্ষায় রইলাম;
সব তোমার উপর।
©somewhere in net ltd.