![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রহিয়াছি এক অসীম পথে,
ক্লান্ত পথিক আমি।
জানিয়াছে আমার এই মন,
আর অন্তর্জামী।
শূণ্য মস্তিষ্কে অংকখানি,
কষিতে নাহি পারি।
না পারি রহিতে না পারি সহিতে,
অসীম এই পথ ছাড়ি।
আপন রাজ্যে গোলক ধাঁধায়,
ঘুরিয়া ফিরিয়া সারা।
ছক করিয়া তাড়া করিতেছে,
পশ্চাতে উহা কারা?
শঙ্কায় থাকিয়া দিবারাত্রি,
নির্ঘুম নিঃশেষ।
কিঞ্চিৎ পরিমাণ হেরফের হইলে,
হইবো নিরুদ্দেশ।
দ্বন্দ্ব আর ছাড়ে না মোরে,
অভাগার এই কপাল।
আর কত সহিব যাতনা,
বলিয়া দাও মহাকাল।
২| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৫
হিতোংকর সাহেব বলেছেন: সুন্দর সুন্দর ।
৩| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৩
তুষার কাব্য বলেছেন: চমৎকার !
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২০
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা।