নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অগ্নি দগ্ধ

সহিষ্ণুতাই দুর্বলের শেষ আশ্রয়

অগ্নি দগ্ধ

বিজ্ঞান বলে, চাপ সমান বল প্রতি ক্ষেত্রফল। তাই মনের চাপ বা দুঃখ কমাতে, নিজ দুঃখের ক্ষেত্রফল বাড়াতেই ব্লগের আশ্রয় নেওয়া।

অগ্নি দগ্ধ › বিস্তারিত পোস্টঃ

কাল পরশু

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৬

মোবাইল এ মাত্রই নতুন আঁচড় পড়ল
তার সাথে পুরনো সেই ভাবনা মনে পড়ল।
মোবাইলটা কিনেছিলাম যেদিন
ভাবনাটাও ভেবেছিলাম সেদিন।

মোবাইলের একটা পর্দা সুরক্ষি কিনলে কেমন হয় ?
নাহ থাক! দুই একদিন পরেই নেওয়া যাবে নাহয়।
সেই দুই একদিন আজ বছর দুই এ ফুরাল
মোবাইল আমার সেই অবহেলায়ই পড়ে রইল।

মা বলেন, “ তুই আর মানুষ হলি না”
মনে মনে ভাবি, কত কিছুই হতে পারলাম না;
নাই বা হলাম মানুষ
উড়াই সুখের ফানুস।
সুখকে কোথায় পাই
ঠিকানা যে তার নাই।

ধুর! কোথাকার পানি কোথায় গড়ায়
মোবাইল আমার হৃদয় পোড়ায়।
নাহ! আজ কেনা চাইই চাই

আজ! অফিস, টিউশনি; সময় যে নাই,
থাক বরং, কাল পরশুই নাহয় যাই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৯

ওমেরা বলেছেন: দুই বছর একটা মোবাইল আর কত !!

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩১

অগ্নি দগ্ধ বলেছেন: তাও ঠিক!!! তবে মোবাইলটা ভালই তো চলতেছে। দেখা যাক কাল পরশু করে করে স্ক্রিন প্রটেক্টর ছাড়াই আর কতদিন এটা ব্যবহার করতে পারি :) (আর দুই বছর পর পর মোবাইল নেওয়াটা আমার মত কিপ্টার জন্য একটু বিলাসিতাই হয়ে যায় :) )

২| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫২

ওমেরা বলেছেন: বেশী কিপ্টামী করলে এমনই হয় । আসলে আজ কাল নয় আপনি কিপ্টামী করেই মোবাইলের ক্যাবার কিনেন নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.