নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজিবুল ইসলাম

এক ভাই বলছিলেন যা পারো লেখতে থাকো

খায়ালামু

অতিভদ্র!!

খায়ালামু › বিস্তারিত পোস্টঃ

কিছু সত্য, কিছু কল্পনা। সবটা কিন্তু গল্প না :!>

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

september 01, 2012

আজকে নতুন বাসায় উঠলাম, মালপত্র ওঠানোর সময় টিভিটা যাতে না ভেঙ্গে যায় সেজন্য সবার আগে টিভিটা বাড়িওয়ালার বাসায় রাখা হইছিল, মালপত্র ওঠানোর শেষে আমি টিভি আনতে গেলাম। এক রুমে রাখা ছিল, একটু দূরে একটা মেয়ে বসা। চেহারা দেখতে পারলামনা। শুধু বুঝতে পারলাম চশমা পরে!! পরে আম্মুর কাছে শুনেছিলাম ওটা বাড়িওয়ালার মেয়ে।

B-)

september 24, 2012

আজকে বাড়িওয়ালার মেয়েকে দেখলাম স্কুল ড্রেস পরা, আন্টির সাথে যাচ্ছে। শুধু মুখের এক পাশ দেখতে পেলাম...। বেশ সুন্দরী মনে হল!!



october 09, 2012

সন্ধ্যার কাছাকাছি সময় । তাড়াহুড়া করে বাসার সামনে হাজির হলাম । মেজাজ খারাপ। চশমাটা ভুলে বাসায় রেখে গেছি!!X( গেট খুলতে যাবো তখন একজন গেট খুলে বের হয়ে এল । অপরিচিত মনে হল। তার পেছনেই বাড়িওয়ালার মেয়ে বের হয়ে এল। চশমাটা ছিলনা তাই এবারো ভালোমতো দেখতে পারলাম না, ধুর///

.

october 15,2012

সেদিন যে লোকটি বাড়িওয়ালার মেয়ের সাথে গিয়েছিল তার সাথে কথা হল, বাড়িওয়ালার বড় মেয়ের হাজব্যান্ড। ;)



november 03 ,2012

বিগত ২ মাসে আজকে এই প্রথম বাড়িওয়ালার রূপসী কন্যাকে খুব কাছ থেকে দেখলাম!!!!! তাকে দেখার পর থেকে আমার বুকের বামপাশে ব্যাথা অনুভব করতেছি!! কিন্তু এরপর থেকে আমি আরেকটা সমস্যার সম্মুখীন! বাড়িওয়ালার মেয়ের হাইট আমার তুলনায় অনেক কম, সম্ভবত ৫.৩ ইঞ্চি!!! :-* আমি ৬.২ এর পাশে দাঁড়ালে তাকে কেমন দেখাবে সেটাই ভাবতেছি! হাসি পাচ্ছে! তাকে কিভাবে ১ ডিব্বা কমপ্লান গিফট করব সেসব হাস্যকর চিন্তা করতেছি!! B-);)

.

november 14, 2012

আজকে আমার ছোটভাইয়ের জন্মদিন ছিল, বাড়িওয়ালাদের ইনভাইট করা হয়েছিল ওনারা সবাই এসেছিল শুধু মেয়েটাই আসেনি!!! গতকালকে নাকি মামার বাসায় গেছে!!!! যাওয়ার আর সময় পাইল না!! X((:((



november 29, 2012

এর মাঝে বাড়িওয়ালার মেয়ের সাথে কয়েকবার দেখা হইছে, কথা বলতে পারিনাই!! মনে হচ্ছে তার প্রতি আমি উইক হয়ে যাচ্ছি!! /:)

.

december 8,2012

অনেক চিন্তা করে দেখলাম বাড়িওয়ালার রূপবতী সুন্দরীতমা ছাড়া আমার চলবেনা।। সাবালক হয়ে গেছি, কিছু তো একটা করতে হবে তাই বাড়িওয়ালার মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছি...। :D

.

december 17, 2012

আমি যে রূপসীকে আমার মনটা ই-মেইল করেছি তা তাকে কিভাবে বোঝাব?? আমি তো এখনো কথাই বলতে পারিনাই!!

.

January 02, 2012

আজকে দুপুরে বাসায় ঢুকব, পকেটে হাত দিয়া দেখি চাবি নাই!! আয় হায় চাবি কই গেল! সব পকেট চেক করেও চাবির হদিশ পাইলাম না! অসহায় হয়ে উপরের দিকে তাকালাম দেখি বাড়িওয়ালার মেয়ে বারান্দায়! আমার দিকে তাকাইছে! মুখ দিয়া অটোমেটিক বাইর হয়ে গেল 'চাবি নাই' ! তারপর দেখি 'উনি' রুমে ঢুইকা গেল! :-/ আমি কই এইভাবে অপমান এর চেয়ে বাথরুমের জুতা পায়ে দেয়া অবস্থায় হারপিক খায়া মরা ভালো! X(( পকেট থেকে আমার নোকিয়া লুমিয়া ১২৮০ সিঙ্গারা সমুচা সেটখানা বাহির করলাম আম্মাজানরে কল দেওয়ার জন্য, ফোন দিলাম এক বেডি আমারে ঝাড়ি দিয়া কইল 'তুই গরীব, মোবাইলে টাকা নাই' মেজাজটা আমগো বাসার দাদার আমলের টিভির মত গরমায়া গেল! তখন পাইলাম গেট খোলার শব্দ, দেখি 'উনি' দাড়ায় আছেন, মুখে ভূবন ভোলানো হাসি !! :P:)

.

january 13, 2013

এমাসের কারেন্টবিলটা দেয়া হয়নাই!! প্রত্যেকবার বাড়িওয়ালা মিটার দেখে বলেন যে বিল কত আসছে । এবার উনি কাজে একটু ঢাকার বাইরে ছিলেন ।। তো আজকে আব্বু বলল যে "যা, বিলের টাকাটা তোর বাড়িওয়ালা আন্টিকে দিয়া আয়" তারপর আমি বিল পরিশোধ করার উদ্দেশ্যে বীরদর্পে হাঁটা দিলাম । মনে মনে দোয়া করতেছি যাতে বাড়িওয়ালার মেয়ের সাথে দেখা হয় :)। দরজার সামনে গিয়ে শার্টটা ঠিক করে কলিংবেল দিলাম , দরজা খুলল এক পরী!! একটা পরী আমার সামনে দাঁড়িয়ে!! আমি বিস্ময়ে অভিভূত হয়ে দাঁড়িয়ে আছি!!! পরীরা এত সুন্দর হয়!!!! হলেও কি এত মায়াবী??? অবশ্যই হয়না।। পরী আমাকে বলল "কেমন আছেন"? আমি বললাম, ভালো । পরীটা কেমন আছে তা জিজ্ঞাসা করা হলনা! আমি শুধু তার হাতে কাগজ আর টাকাটা ধরিয়ে দিয়ে চলে এলাম!! নাহ, এই পরীটা ছাড়া আমার চলবেনা!! পরীটাকে আমার বশে আনা চাই!! এরজন্য সর্বপ্রকার সাধনা করতে আমি রাজি।



(চলবে)

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

শফিউল আলম চৌধূরী বলেছেন: স্কুল ড্রেস?

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

খায়ালামু বলেছেন: জি বস
সে এবার এসএসসি দিবে। আমি এবার এইচএসসি দিব

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

shfikul বলেছেন: বিবাহিত?

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

খায়ালামু বলেছেন: কি কন মামু!!!! :-/

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

মাক্স বলেছেন: চলুক .............

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩২

খায়ালামু বলেছেন: চলবে.......

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

ইন্সিত বলেছেন: ভাল্লাগচ্ছে। আগাইয়া যান.....

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

খায়ালামু বলেছেন: একটু ধাক্কায়া স্পিরিড বাড়ায়া দেন :-B

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১

আশিক মাসুম বলেছেন: লেখক বলেছেন: জি বস
সে এবার এসএসসি দিবে। আমি এবার এইচএসসি দিব



এক্কেরে মাইরালাইছেরে।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯

খায়ালামু বলেছেন: এক্কেরে মইরাগেছি.।.। :((

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

সাত সাগেরর মাঝি বলেছেন: এক্কেরে মাইরালাইছেরে।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

খায়ালামু বলেছেন:

৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: tumi to dekhi sudo bai /:)

tik ace? HSC kintu prem porar time !:#P

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

খায়ালামু বলেছেন: জি বড় ভাই
দোয়া রাখবেন =p~

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০

মারুফ মুকতাদীর বলেছেন: ভাল্লাগছে, চলুক……… প্লাস :)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

খায়ালামু বলেছেন: ধন্যবাদ
চলবে.।.।.। :)

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫

Shomik ahamed shuvo বলেছেন: মামু সামনে কি হইল আমাগরে তারাতারি জানাইয়েন:D

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

খায়ালামু বলেছেন: একটু ওয়েট খান
টাইম পাইলেই লেখব :-B

১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

কারা বন্দি বলেছেন: আন্ডার ১৮ রে কুনু বুদ্ধি ধার দিমু নাহ...................................।
পুলাপান মানুষ- কি কমু আর কি বুঝে । :P

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

খায়ালামু বলেছেন: আমি গত ২০ দিন আগে আন্ডার ১৮ এর বদনাম ঘুচাইছি
এখন ধার দিবার পারেন নিশ্চিন্তে :P :P ;)

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

হুমায়ুন তোরাব বলেছেন: নাহ, এই পরীটা ছাড়া আমার চলবেনা!! পরীটাকে আমার বশে আনা চাই!! এরজন্য সর্বপ্রকার সাধনা করতে আমি রাজি।
মামামা আমিও রাজি । =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
eita poro mama

আমার বিবাহের বায়োডাটা

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

খায়ালামু বলেছেন: পড়ে ফেললুম B-)

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

জাকারিয়া মুবিন বলেছেন: ভালই তো প্রেমে পরা হচ্ছে উদীয়মান যুবক । ;)

চলুক।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

খায়ালামু বলেছেন: B-) :P
লেখার টাইম পাচ্ছিনা :||

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

প্রিয়তমেষূ বলেছেন: খুব সুন্দর আর ভিন্ন রকম। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

খায়ালামু বলেছেন: সময় পেলেই লিখে ফেলব।। :)

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

আশিক মাসুম বলেছেন: অনিক খান কেডা ভাই??? কি বুঝাইতে চাইলেন ঠিক মাথায় ডুকে নাই :(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

খায়ালামু বলেছেন: আপনার পোষ্টে উত্তর দিলাম...।। :)

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

সিয়ন খান বলেছেন: চালাই যান :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

খায়ালামু বলেছেন: কেরোসিন শেষ :((

১৬| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৬

কারা বন্দি বলেছেন: ও ভাইডি আপনার পিরিতের কিতা হইলো ---- কইলেন না তো আর ??? কট খাইছেন নাকি ????

পুলাপাইন মানুষ কি যে হইলো ???? B:-)

২০ শে মে, ২০১৩ রাত ১২:১৬

খায়ালামু বলেছেন: ব্লগে আসলাম অনেকদিন পর.। পরীক্ষা চলে গো ভাই .। লেখার জোস পাইনা :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.