![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অন্তত দুটি চেতনা যে ক্রমস শক্তিশালী হচ্ছে তা কিছু লক্ষণ থেকে স্পষ্ট।
১) বাংলাদেশী জাতীয়তাবাদি চেতনা।
কারণ জাতীয় স্বার্থে রাজনীতিবিদরা এক হতে না পারলেও সাধরণ জনগন এক হওয়ার চেষ্টা করছে। পাশাপাশি সব বিভেদ ভুলে বিদেশি মোড়লদের মোড়লিপানার বিরুদ্ধে কিছু সময়ের জন্যে হলেও ঐক্যবদ্ধভাবে কথা বলছে এবং রাজনীতিবিদদের বিদেশমুখি নতজানুতাকে ভালো চোখে দেখছে না।
২)ধর্মীয় চেতনা।
কারণ দেশকে সেকুলার করার জন্য মিডিয়ার এত প্রচরণা সত্বেও মানুষ যে বরং ধর্মের দিকেই ক্রমস বেশি ঝুকছে তা এখন স্পষ্টত প্রতীয়মান হচ্ছে।
এ বিষয়গুলো নিঃসন্দেহ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ইঙ্গিতবাহী এবং আমাদের জন্য সুখবর ও পাশাপাশি সতর্কতার বার্তা বহন করে।
©somewhere in net ltd.