![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপন করে নেব বলাটা যত সোজা, আপন করে রাখাটা কি ততটা সোজা? সময়ের ঝড় উপেক্ষা করে একসাথে পাশা-পাশি চলতে পারে কজন? ভার্চুয়াল প্রযুক্তির এই সহজলভ্যতার যুগে সম্পর্কের বন্ধনগুলো ভার্চুয়াল জগতে যতটা সত্য-দৃড় হয়ে উঠছে বাস্তবে ততটাই মিথ্যা-নড়বড়ে ভিত্তির উপর প্রতিষ্ঠিত হচ্ছে। সত্য সম্পর্কের বন্ধনগুলোও সন্ধেহের ঘূর্ণন বাতাসের চোরাবালিতে ঝাপসা হয়ে তৈরি করছে বিশ্বাসের দুর্বল ভিত্তি। ব্যাক্তি, পরিবার কিংবা সমাজিক জীবনকে সর্বত্র ধাওয়া করে ফিরছে মহাবিপর্যয়কর প্রলয়ংকারি সুনামির ঢেউগুলো।
©somewhere in net ltd.