![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আকাশের ঐ নীল ছুতে চেয়েছিলাম,
কিন্তু অঝোর বর্ষা আমার দু'চোখ ভিজিয়ে দিলো।
আমি সমুদ্রের ঐ বিশালতায় ভাসতে চেয়েছিলাম,
কিন্তু অজনা এক ঢেউ সবকিছু এলোমেলো করে দিলো।
আমি অরণ্যের ঐ সবুজের মাঝে লুকাতে চেয়েছিলাম,
কিন্তু এক ঝড় এসে সবকিছু ছায়াহীন করে দিলো।
আমি পাহাড়ের ঐ মুগ্ধতায় মেলাতে চেয়েছিলাম,
কিন্তু ঝরনার জল হৃদয় চিরে বয়ে গেলো।
আমি অজানা মুগ্ধতায় তারার পানে চেয়েছিলাম,
কিন্তু তারারা নিভেগিয়ে আধারে মিলালো।
আমি চাঁদের ঐ জোৎসনায় ভাসছিলাম,
কিন্তু মেঘ এসে আলো কেড়ে নিলো।
আমি সুখের স্বপ্নে ডুবে ছিলাম,
আলো এসে ঘুম ভেঙ্গে দিলো!
১৮ ই মে, ২০১৫ দুপুর ১:০৬
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ...
আপনার জন্য রইলো শুভ কামনা....
২| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৪
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।
১৮ ই মে, ২০১৫ দুপুর ১:০৮
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ...
শুভ কামনা আপনার জন্য ....
৩| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৯
ময়না বঙ্গাল বলেছেন: আলোর
অমল
কমল
খানি
কে
ফুটালে,
নীল
আকাশের
ঘুম
ছুটালে
১৮ ই মে, ২০১৫ দুপুর ১:১০
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ...
অনেক শুভকামনা রইল....
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৪
সরদার হারুন বলেছেন: উত্তম--
+++++++++++++++++++