![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসো হে উদাসি হাওয়া;
এসো সুখের আল্পনা আঁকি,
বেদনার বিস্তির্ণ রাজপথ জুড়ে।
যে পথ বিবর্ণ-অশ্রুশিক্ত,
কোন ছলনাময়ির নিখুত ছলনায়,
ভালোবেসে মন ভাঙ্গা ঝড়ে।
সে পথ রঙ্গে-রঙ্গে ছেয়ে যাক;
নব প্রাণের নব আহবানে।
ঠিক যে ভাবেই ছেয়ে যায়-
ফাল্গুনে বৃক্ষশাখা ফুলে-ফুলে।
এসো হে উদাসি হাওয়া;
এসো শ্রাবণের জল বয়ে নিয়ে,
আমার দু-চোখ ছুয়ে।
সে জলে ভেসে যাক;
হৃদয়ের যত কষ্ট- ক্লেশ,
আর অতীতের সব জঞ্চাল।
মন ছুয়ে যাক একটু প্রশান্তির স্পর্শ,
পথ চলা শুরু হোক নতুন করে।
১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৫
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ...
২| ১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৪১
সুখেন্দু বিশ্বাস বলেছেন: সুখের আলপনা ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো কবি।
১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৫
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ...
আপনার জন্যও রইলো শুভ কামনা....
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৫ সকাল ৯:২৫
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।