নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ এবং কিছু কথা

২৪ শে মে, ২০১৫ সকাল ১০:০২

বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর অন্যতম যৌন হয়রানি এবং ধর্ষণ। কিন্তু এই ঘটনাগুলো যখন শুনি তখন আক্রন্ত নারীটির প্রতি আমাদের বিন্দুমাত্র সহানুভূতি জাগেনা। কারণ আমরা এগুলো শুনতে শুনতে অনেকটা অভ্যস্ত হয়ে পড়েছি। বরং ক্ষেত্র বিশেষ আমাদের হাসি পায় এবং আমরা বিনোদিত হই। আর বিনোদিত হওয়ার করাণটা ঐ অপরাধটি নয় বরং যখন দেখি একদল নারী এবং নারীবাদি পুরুষ ঐ নারীটির প্রতি সহানুভূতি নিয়ে ঝাপিয়ে পড়ে ঘটানাটির বিচার চেয়ে রাজপথ এবং মিডিয়ায় এক প্রকার ভূমিকম্প তুলেন অথচ এই ভূমিকম্পের নিচেই চাপা পড়ে ঐ আসহায় নারীটির করুণ আর্তনাদ!

ভূমিকম্পের সাথে তুলনা এ জন্য যে প্রতিটি ঘটনার পরই পুরুষ আর পরুষ শাসিত সমাজের পনের গোষ্ঠি উদ্ধার করা হয়, নারী আরা নারীর বিচরনের স্থানকে নিরাপদ করতে বিস্তর গবেষণা শুরু হয় এবং আতীতের ঘটনার বিচার না হওয়ার জন্য পুলিস, বিচালয়, আর সরকারকে শুলে চড়ানো হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়না এবং ঘটনার নির্মমতা দিন দিন বাড়তেই থাকে।

তাই সকল ভূমিকম্প সৃষ্টিকারি মহিয়সী এবং নারীবাদিদের বলি লেকচারতো অনেক দেন। একটু আওয়াজ কমান। নিজের ঘরে নজর দেন। আপনি চিল্লায় ভূমিকম্প তুলতেছেন, বিচার চাইতেছেন অথচ আপনার ঘরের কোন সদস্য বা আপনার কোন পরিচিতজন একই অপরাধ করলে ঝাপায় পড়েন তাকে বাচাইতে। তাইলে ক্যমনে কি? পর্দার সামনে এত দরদি হয়ে লাভইবা কি?
নারী/নারীবাদীগনদেরকে বলি, ধর্ষক বা বখাটে কি হাওয়ায় পয়দা হয়? নাকি কোন পরিবারে? যখন আপনি একজন মা/বাবা তখন সন্তানকে, যখন আপনি একজন বোন তখন ভাইকে শিখান প্রতিটি মেয়েকেই সন্মান করতে। কোন নারীর প্রতি আপনার প্রিয়োজনটির আযাচিত ছোট অন্যায়টিকেও হাসির ছলে পশ্রয় দেওয়া বন্ধ করুন। কারণ টিভিতে একটি মাদকের বিজ্ঞাপন দেওয়া হয় যার লাইন গুলো এমন- "সিগারেট থেকে শুরু, শেষকালে হিরোয়িন"। আর নারী ঘটিত ব্যাপারটা এমন- "মোড়ে দাড়ায় টিজ থেকে শুরু, শেষমেষ চলন্ত বাসে ধর্ষণ"। তাই ছোট অপরাধের প্রতিরোধের শুরু নিজ পরিবার থেকেই করুন, বড় অপরাধ সমাজ থেকে কমে যাবে। আর এর পরও ধর্ষণের মত ঘটনা ঘটলে রাষ্ট্রের বিচার ব্যবস্থার হাতে অপরাধিকে তুলুন। আর রাষ্ট্র বিচারে ব্যার্থ হলে ধর্ষকের বিচার রাজপথেই শারুন।

এবার নারীকুলকে বলি। আপনারা শুধু পুরুষের উপর দোষ না চাপায়, পরুষের পনের গোষ্ঠি উদ্ধার না করে নিজেরাও শালিনতা এবং সতর্কতার মধ্যে দিয়ে চলুন। পৃথিবীর সব সৃষ্টিই যদি সাধু হইতো তবে স্রষ্টা স্বর্গ ও নরক দুইটা না বানায় শুধু স্বর্গই বানাইতেন। অতএব নিজেরাও সতর্ক থাকুন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:২৭

রাসেল আহমেদ মাসুম বলেছেন: ধর্ষিত নারীর অবয়ব কল্পনায় খুশি হয় বিচারিক কাজে নিয়োজিত দর্শক
মনে হয় এ জন্যই কোনোদিন ধরা পড়ে না ধর্ষক
আমাদের লেখালেখি, মন্তব্যগুলো হয় অনর্থক
অজ্ঞাত ক্ষমতায় ধর্ষকরাই শেষ পর্যন্ত সার্থক।

২৩ শে জুন, ২০১৫ সকাল ৭:১২

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: যথার্থই বলেছেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.