নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি

২০ শে জুন, ২০১৫ রাত ৮:২৫

প্রিয় বিজিবি মহাপরিচালক,

কয়েক মাস অগেও আপনার তর্জন-গর্জন বাংলাদেশের বিবেদমান বিরোধী পক্ষকেই শুধু আতঙ্কিত করে নাই, আমজনতাকেও যথেষ্ঠ আতঙ্কিত করেছিল। কারন আপনি বলেছিলেন আপনার বাহিনীর কোন সদস্য দুস্কৃতিকারি কতৃক আক্রন্ত হলে তারা চুপ করে বসে থাকবে না এবং তারা অস্ত্রের ব্যবহার করবে। আমারা সাধারন জনতা অতঙ্কিত হয়েছিলাম কারন যদি আপনার কথা মতো কাজ সত্যি সংগঠিত হয় আর দুস্কৃতিকারিরাও তাদের কাজ চালিয়ে যায় তাহলে মাঝে পড়ে আমাদের প্রাণটা না যায়।

যাইহোক কথা সেটা না। কথা হলো আবার আমরা আপনার গর্জন শুনতে চাই ষোল কোটি মানুষের প্রতিনিধি হয়ে, আপনার বাহিনীকে দেওয়া অস্ত্রের ব্যবহারের কথা শুনতে চাই, জিরো টলারেন্স নীতির কথা শুনতে চাই। তবে সেটা মিয়ানমারের বদমাইশ নাসাকা বাহিনীর বিরুদ্ধে। তারা শুধু আমাদের বিজিবির এক সদস্যকে আপহরন, নির্যাতন এবং তাকে অবমাননা করে ছবি প্রকাশ করে বিজিবিকেই ছোট করেনি, তারা বাংলাদেশের ষোল কোটি মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের সর্বভৌমতা নিয়ে যথারীতি নির্মম মশকরা শুরু করেছে। তাই এই বদমাইশদের একটা উচিৎ শিক্ষা দেন। ওদের সাথে শুধু আলোচনা করে শান্তি আসবে না। কারন ওদের মুদ্রা দোষ আছে, যা ইতিহাস সাক্ষী দেয়। তাই অস্ত্রের ব্যবহারটা এবার সীমান্তে উপযুক্ত ভাবে করেন । ষোল কোটি মানুষ আছে আপনাদের সাথে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৩

মোঃ রাশেদ এয়াকুব বলেছেন: অই বেটা তো এখনো হুকুম পায় নাই। পাইলে কাম শুরু করবে। টবে লক্তা নিরলজ্জ সন্দেহ নাই।

২৩ শে জুন, ২০১৫ ভোর ৬:৫৭

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: যথার্থ বলেছেন ভাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.