![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমার জীবনের সেই স্মৃতি,
যা আজ একটি মূল্যহীন অতীত।
অথছ কত রাত জেগেছি তোমার কথা ভেবে একটি সময়,
নিঝুম আধারে জোনাকির আলো স্বপ্ন ছড়াতো-
দু'চোখে, সে জাগরণে।
প্রতিদিন ভোরে দিগন্তে ভেসে উঠতো যে রবির রেখা,
হাতছানি দিত যেন সে আমায়-
মিষ্টি হেঁসে, স্বপ্নীল ঠিকানার।।
জানো, তোমাকে নিয়ে ঘিরে থাকতো যে হাজারো ভাবনা
তা প্রতিদিন কত স্বপ্নের রংধনু একে দিত নীলিমায়।
সে হাজারো ভাবনার ভিড়ে সুখের সুবাস ছড়াতো যেন-
আঙ্গিনায় হাঁসা, কামেনী-হাসনাহেনা।
বৃষ্টির প্রথম স্পর্শে শাখায় ফুটতো যে কদমগুচ্ছ,
আমার কাল্পনিক হৃদয় দুয়ারে তা যেন কড়া নেড়ে বলে যেত-
গ্রহন করো মোরে, আমি শুধু তোমার প্রিয়ার।।
অথছ কি বিস্ময় !
বাস্তবতার করাঘাত সে সব কল্পনার ইতি টেনেছে।
যে বরষা তোমার জন্য কদম ফুটেয়েছিল,
সে বরষাই অঝরে ঝরে ধুয়ে নিয়ে গেছে তোমাকে ঘেরা-
আমার সব স্বপ্নের রং , চোখের জলে
বিলীন করেছে মিথ্যার বালুচর।।
এরপর সময়ের স্রোত গড়ে দিয়েছে ব্যবধান-
দিনে-দিনে, মহাসাগর পরিমান।
থামিয়েছে স্বপ্নের ক্যানভাসে শত ছবি আঁকা,
শিখিয়েছে কিভাবে ভুলতে হয় শত স্বপ্নীল কল্পনার ঠিকানা,
হৃদয়ের খাতা থেকে মুছে দিয়েছে অজস্র স্মৃতিময় পাতা,
নতুন করে শিখিয়েছে বাচার মানে, শিখিয়েছে পথ চলা।
যেখানে আজো জোনাকিরা আগের মতই স্বপ্নের আলো ছড়ায়,
দিগন্তে রোজ জাগে রবির রেখা।
সুবাস বিলায়ে যায় কামেনী-হাসনাহেনা,
ফুলে-ফুলে ছেয়ে থাকে কদমও শাখা।
কিন্তু এসবের মাঝে এখন মিশে থাকে নতুন কোন-
স্বপ্নীল ঠিকানা, নব পথের দিশা !
২৪ শে জুন, ২০১৫ রাত ১১:৩৩
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৫ সকাল ৯:০৪
মধু নদীর জোলা বলেছেন:
