![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যৌথ কবিতা : শ্রাবণ মাখা স্মৃতি
লেখক : ফারজানা নাসরিন ও মোঃ নাজমুল হাসান
-------------------------------------------------------
সেই যে শ্রাবণ দেখেছি আমি বছর কয়েক আগে
অবিরাম সে ঝরছিল দেখি জীবনের অনুরাগে।
ফোটায় ফোটায় ছিল সেখানে ছন্দের এক ধারা
যতকিছু ছিল সেদিন দেখেছি হয়েছিল দিশেহারা।
কদমকলিকে দেখেছি সেদিন ফুটেছিল হাঁসি দিয়ে
খেলছিল সে ছিনিমিনি দেখি হৃদয়ের কথা নিয়ে।
মন ছিল বড় উদাস, নীরবতা মাখা সেদিন
মনে পড়ছিল প্রিয়জনদের দেওয়া শত-সহস্র ঋণ।
জলের ঢেউয়ে ভেসে গিয়ে সব এনেছিল সাত রং
পাখিগুলো সব ভুলে গিয়ে শেষে করছিল নানা ঢং।
গাছের শাখায় ফুটে থাকা ফুল সাজালো প্রকৃতি
এইখানে এসে কষ্টগুলো সব নিয়েছিল বিরতি।
হৃদয় দুয়ার খুলেছি সেদিন আলোর সন্ধানে
বুঝিনি সেদিন ধোকা ছিল সব মেঘে ঢাকা সেই ক্ষণে।
শ্রাবণ যদিও শেষ হয়েছিল দিয়ে সাত রং মাখা স্মৃতি
আজও তবু মন কেঁদে ওঠে যখন মনে পড়ে তার গীতি।
তেমন শ্রাবণ আসেনি আবার কিন্তু এসেছে রোদ
তারি তাপে আজ হারাতে বসেছি হৃদয়ের সারা বোধ।
আজও ফোটে তব অজস্র ফুল সবার আঙ্গিনায়
আকাশে আজও রংধনু ওঠে, পাখি গান গেয়ে যায়।
ফুলতো ফোটে, রং নেই তাতে, রংধনু ফ্যাকাশে
পাখি গান গায়, সুর নেই তাতে, মেঘ নেই আকাশে।
শ্রাবণ বেলার সেই দিনগুলো ম্লান হয় আজ রোদে
জলের ধারা বাইরে থাকেনা, হৃদয় মরে কেঁদে।
এমন স্মৃতি কেমন করে ভুলতে পারবো আমি
উত্তর এল ভিতর থেকে, "ভুলে যাও সব তুমি"।
০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৩০
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: অনুপ্রানিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুফিয়া আপু।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:১৮
সুফিয়া বলেছেন: ভাল লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।