![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতো ভালোবাসা ঘেরা-
দিন গুলি ছিল
কতো যে মধুর টান,
অতীত হয়েছে অনেক আগেই
প্রলয়ের ঝড় উঠে।
সেই প্রলয়ের খেলাটাতে
কে যে গিয়েছি জিতে
অজনা সে কথা আজও;
শুধু জানা পথ দুটি গেছে বেঁকে।
জীবনের প্রতিটি সোনালী ক্ষনে
তবু তোকে পড়ে যে ভীষন মনে
জানিনা কোথায় কেমন আছিস
আমায় দিব্যি ভুলে।
খুব জানতে ইচ্ছা করে
কখনো কোন অগচোরে
ভাবিস কি তুই আমার কথা-
কোন অবেলার অবসরে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: হয়তোবা তাই হবে আপু। তবে সেই উত্তরটাই তো অজানা।
২| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৯
প্রামানিক বলেছেন: সুন্দর
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: অসংখ্য ধন্যবা।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১২
শায়মা বলেছেন: প্রলয়ের খেলায় কেউ জিতেনা । দুজনই হারে ভাইয়া!