নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

আলঙ্করিক মুসলিম

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৬

আমি মুসলিম! আমি আজ দিক ভ্রান্ত
ভুলে আখিরাত দুনিয়া মায়ায় আমি আজ উদভ্রান্ত।
আমি মুসলিম! আমি ভুলে গেছি করা স্রষ্টার ইবাদত
রন্দ্রে-রন্দ্রে প্রবেশ করেছে শয়তানী খেদমত।
আমি মুসলিম! ভুলে গেছি মোর গৌরবময় ইতিহাস
আত্মপরিচয় হীনতায় আজ তাই আমি অস্তিত্বের সংকটে।
আমি মুসলিম! আমি ভুলে গেছি মোর মুসলিম ভ্রাতৃত্ব
অথচ বিশ্বময় আজ লাখো মুসলিম নীপিড়িত।
আমি মুসলিম! আমি ভুলে গেছি করা প্রতিবাদ
দিকে-দিকে তাই আজ উচ্ছ্বাস করে অন্যায়ের নগ্ন নৃত্য।
আমি মুসলিম! আমি আজ দৃষ্টি থেকেও অন্ধ
ডুবে আছি পাপের সাগরে ভুলে গিয়ে করা পূণ্য।

হে মুসাফির; পৃথিবী মায়ায় তুমি কেন এত মহাব্যাস্ত?
দুনিয়াতো হলো চোরাবালি ছাঁচে মায়াজাল বিছানো।
হে প্রশস্ত আত্মা; ফিরে যেতে হবে তোমাকে, তোমার রবের কাছে
কি দিবে জবাব হাশরের সেই সুকঠিন দিনটাতে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.