![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে হিমালয় পর্বতমালা
তুমি-আমি তার এপার-ওপার,
এইতো সে দিনও ছিলাম কাছাকাছি
আজ বিস্তর ব্যবধান!
ভুলে গেছ সব বন্ধন
হয়ে গেছ বড় পর,
প্রমান করেছ তুমি
বিত্ত-সম্পদ আজি ধরণীর বুকে মহীয়ান!
তোমার চোখে আজ রঙ্গিন চশমা
আছে কাড়ি-কাড়ি টাকার পাহাড়,
উড়ো আকাশের বুকে
আমায় দেখ পিপড়া সমান!
আপন করেছ এখন তুমি
পেখম মেলা ময়ূর গুলি,
তোতা পাখি সুরে বিমুগ্ধ রও
আমায় ভাবো হুতুম পেঁচা!
বন্ধু জেনে রাখো নিশ্চিত-
ভেঙ্গে যাবে এই ব্যবধান।
প্রত্যাবর্তনে ঐ শ্যামলে লুকানো ঘরে
ফের হবে আলাপন তোমার-আমার।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নেবেন ।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ভাল লাগলো ।