![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষফোঁড়া
- মোঃ নাজমুল হাসান
-------------------------
তুমি বড়ো ভালো লোক চেহারার শোভাতে
খ্যাতি আর সুনামে তোমাকে ধরে কে?
প্রকাশ্য আলোতে তুমি বড়ো সমাজিক
আড়ালের লীলাটা রয় ঢাকা কৌশলে।
সমাজের বিষফোঁড়া নষ্টা মেয়েটি
থুথু ফেল ড্রেনে পড়লেই দৃষ্টি।
ঘৃণাভরে চেয়ে রও ক্রুদ্ধ চাহনিতে
খুজে নাও শান্তি দিয়ে গালি বাহারি।
বেশ্যা-পতিতা হয় যদি মেয়েটি
ভোগে-পাপে যাহারা, তাদের কি উপাধি?
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ওদের জন্য থাকলো পৃথিবীর সব লজ্জা।
ভালো থাকবেন। রইলো শুভেচ্ছা।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম আর দ্বিতীয় স্তবকে ছন্দতো মিলেমিশে একাকার হয়ে গেছে।
বেশ্যা-পতিতা
যেকোন একটাই যথেষ্ট নয় কি।
ছন্দের বা কবিতার প্রয়োজনে অন্য শব্দ আনতেন।
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: খোলামেল ভাবে শব্দের প্রয়োগ করে বাস্তবতা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। স্বাভাবিক সুন্দর দৃষ্টিতে ব্যাপারটি দেখবেন বলেই আশা রাখছি।
ধন্যবদ।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: বানানে সতর্ক হোন।
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: আরো সচেতন হবার চেষ্ট করবো।
ধন্যবদ।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
ধমনী বলেছেন: তাদের নিয়ে কবিরা কবিতা লিখবে, উপন্যাস লিখবে ঔপন্যাসিকরা। বক্তৃতা করবে মানবতাবাদীরা। কিন্তু ওরা, ওরা-ই থেকে যাবে।