নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকার বিয়ে এবং বেকার ছেলেটি (গল্প)

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

¤ প্রেমিকার বিয়ে এবং বেকার ছেলেটি ¤
- মোঃ নাজমুল হাসান
------------------------------------------------
.
পলি : আরিফ, আমি আর কতোদিন এভাবে সবকিছু ঠেকাবো? আজ আরেকটা সম্বন্ধ আসছে আমাকে দেখতে। ছেলে পুলিশের এসপি।
.
আরিফ : বাবু আমিতো কম চেষ্টা করছিনা একটা চাকরির।
.
পলি : আমি কিছু শুনতে চাইনা, বুঝতে চাইনা, জানতেও চাইনা। তুমি আমাকে এক সপ্তাহের মধ্যে বিয়ে করবে কিনা বলো?
.
আরিফ : এটা কি ভাবে সম্ভব বলো? নিজের পায়ের নিচের মাটি মজবুত না করে আমি এসব কিছুর কথা ভাবতেও পারি না।
.
পলি : ওকে। তাহলে আমি এই সম্বন্ধটিতেই নিজের ভাগ্যকে জড়াচ্ছি। আমাকে আর ডির্স্টাব করবে না। তোমার সাথে আজ হতে ব্রেকাপ।
.
আরিফ : নির্বাক।
.
.
অতঃপর পাঁচটি বছর কাটিয়া গেল। এরপর হঠাৎ-ই একদিন আরিফ আর পলির দেখা হইলো।
.
পলি : কেমন আছো?
.
আরিফ : ভালো। তুমি?
.
পলি : এইতো আছি।
কি করছো এখন?
.
আরিফ : এইতো ছোট একটা সরকারি চাকরি করছি; সহকারি জেলা প্রশাসক হিসাব!
তোমার হাজবেন্ডের কি খবর?
.
পলি : কিছু সময় নিশ্চুপ। অতঃপর, আমার এখনো বিয়ে হয়নি।
তোমার পাশে ইনি কে?
.
আরিফ : ও সরি। তোমার সাথে তো পরিচর করিয়ে দেওয়া হয়নি। ও নীলা; আমার জীবনসঙ্গী।
আর নীলাকে উদ্দেশ্য করে, এই সেই পলি যার কথা তোমাকে বলেছিলাম।

¤--- ¤ ---¤

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

কল্লোল পথিক বলেছেন: বাহ বেশ হয়েছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.