![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃদ্ধাশ্রম
- মোঃ নাজমুল হাসান
---------------------------
আমার বড়ো আদরের ধন পাঁচ বছরের রবি
হঠাৎ কি ভেবে বলিল আজ, "বাবা; দাদু কই আছে শুনি?"
আমি সহজাত হেসে উত্তর দেই, "কেন বাবা; দাদু বৃদ্ধাশ্রমে।"
সরল কন্ঠে পাল্টা প্রশ্ন, "তুমিও কি থাকবে সেখানে; যখন বৃদ্ধ হবে?"
এ যেন তীর, বজ্রগভীর; পৃথিবীর চেয়ে ভারী!
ছোট্ট মুখের ছোট সে কথায় থমকে গেলাম আমি।
বাবা তো আমায় ভালোবাসতো ঠিক এমনই করে
যতটুকু স্নেহে স্বর্গে রেখেছি আমারই রবিকে।
১২ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: যারা বৃদ্ধ হলেই বাবা-মা কে আর দাম দেয় না; তারা পৃথিবীতে সবচেয়ে অকৃতজ্ঞ এবং নিকৃষ্ট প্রানী।
২| ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: আর যেন কারো বৃদ্ধাশ্রম নামক জেলখানা কপালে না জুটে।
ভালো লিখেছেন ।ধন্যবাদ
১২ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ে ভীষণ কষ্ট পেলাম -- বৃদ্ধ হলেই তার দাম আর থাকে না -- হায়রে !!!!!!!!