![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঁদছে প্রিয় স্বদেশ
___মোঃ নাজমুল হাসান
---------------------------
প্রিয় স্বদেশ আজ ভালো নেই
কাঁদছে; হাউমাউ করে কাঁদছে সে
অথচ কোথাও মিছিল-মিটিং নেই
নেই কোন স্লোগান কারও মুখে!
প্রিয় স্বদেশ আজ ভালো নেই;
বাড়ছে নিখোজ মানুষের মিছিল
স্বজনের কান্নায় ঝরছে আগুন
অথচ কারো মুখে প্রতিবাদটুকু নেই!
প্রিয় স্বদেশ আজ ভালো নেই;
খতিয়ানে বেওয়ারিশ লাশ নিত্য-নতুন
জ্যামিতিক হারে প্রতিনিয়ত বাড়ছে দ্বিগুন
অথচ কোথাও কোন শোকসভা নেই!
প্রিয় স্বদেশ আজ ভালো নেই;
জেলখানাগুলো যেন নব্য খোয়াড়
মশা-মাছিদের মতো মানুষের বাস
অথচ কোথাও কোন মানববন্ধন নেই!
প্রিয় স্বদেশ আজ ভালো নেই;
পাখির চেয়ে কম দামী মানব জীবন
বুলেটের চোখে-মুখে রক্ত নেশা
অথচ পত্রিকায় সচিত্র প্রতিবেদন নেই!
প্রিয় স্বদেশ আজ ভালো নেই;
ব্যালোটের থেকে আজ বুলেটটা দামী
গণতন্ত্র সঙ'দের কমেডি শো
অথচ রাতজাগা জ্ঞানীদের উচ্চবাচ্চ নেই!
প্রিয় স্বদেশ আজ ভালো নেই;
বৈষম্যের দাবানলে বেকার জীবন
তারুণ্যের চোখে-মুখে ক্ষোভের আগুন
অথচ করো হাতে প্লাকার্ড নেই!
প্রিয় স্বদেশ আজ ভালো নেই;
মানুষের টাকা আছে, মনে সুখ নেই
দালান-কোঠার মাঝে হতাশ জীবন
অথচ তাদের কথা ভাববার কারো সময় নেই!
প্রিয় স্বদেশ আজ ভালো নেই
কাঁদছে; হাউমাউ করে কাঁদছে সে
তাঁর গর্ভে নিয়ে জ্বলন্ত বারুদ
অথচ আমার মুখে কোন কথা নেই!
১২ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন লিখেছেন। খুভ ভালো লাগলো।